যে ছেলেটা কলেজ ক্যাম্পাসে
ছিল সবার সেরা
কাজ না পেয়ে ঘুরে বেড়ায়
জীবন দিশেহারা।
সেই ছেলেটা সোনালী ধান
ফলায় রুক্ষ মাঠে
মহাজনের ঋণের বোঝায়
অনাহারে দিন কাটে।
সেই ছেলেটা মিছিল করে
ঝাণ্ডা নিয়ে হাতে
শিক্ষান্তে কাজের দাবি
অধিকার ফিরে পেতে।
সেই ছেলেটার অপরাধ শুধু
কাজের দাবি ছিলো
পুলিশ ভ্যানে বন্দী হয়ে
লালবাজারে গেলো।
সেই ছেলেটা হসপিটালে
পাঞ্জা লড়ে একা
সুকান্ত-নজরুলের কবিতা গুলো
বলে যায় একা-একা।
সেই ছেলেটা কেমন আছে?
জানতে ইচ্ছা করে
কাজের দাবিতে শহিদ হয়েছে
পুলিশের অত্যাচারে ।।