এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৬ মে : মহারাষ্ট্রের আহমেদনগর জেলার আকোলা শহরের পর এবার একই জেলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদ ও আহমেদনগর শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শেভগাঁও এলাকায় । জানা গেছে,রবিবার সন্ধ্যায় ছত্রপতি সম্ভাজি মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে শেভগাঁও-এ আয়োজিত শোভাযাত্রায় পাথরবাজির ঘটনা ঘটে । এক সম্প্রদায়ের মানুষ মিছিলে পাথর ছুড়তে শুরু করলে পালটা শোভাযাত্রায় অংশগ্রহণ করা লোকজন একটি ধর্মীয় স্থানে পাথর ছোড়ে ।ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । শনিবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলার আকোলা শহর এবং শেভগাঁও গ্রামে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে শেভগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৫০ জনকে । শেভগাঁওয়ে ১৫০ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
শনিবার রাতে আকোলা শহরে সাম্প্রদায়িক হিংসার পিছনে একটি মুসলিম সংগঠনের পক্ষ থেকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ইনস্টাগ্রামে একটি বিতর্কিত পোস্টকে দায়ি করা হচ্ছে । ওই পোস্ট ঘিরে আকোলার সংবেদনশীল ওল্ড সিটি এলাকায় ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে । ওই মুসলিম সংগঠনের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রামদাসপেঠ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় একাধিক হিন্দুত্ববাদী সংগঠন । বিক্ষোভ প্রদর্শনের অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে পড়ে । উন্মত্ত জনতা বহু দোকানপাট,বাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় । চলে দেদার পাথরবাজি । পাথরবাজির সময় মাঝে পড়ে বিলাস গায়কোড়ে (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয় এবং দুই পুলিশ সদস্য সহ ১৩ জন আহত হয় । গুজব ছড়ানো ঠেকাতে আকোলা এবং শেভগাঁওয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।
সংঘর্ষের পর আকোলায় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় কারফিউ জারি করা হয়েছে । তবে সিটি কোতোয়ালি এবং রামদাস পেঠ থানা এলাকায় কারফিউ তুলে নেওয়া হলেও সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ডাবকি রোড এবং ওল্ড সিটি থানার সীমানার মধ্যে কারফিউ অব্যাহত থাকবে । দিনের বেলায় কিছু শিথিলতা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।
এদিকে আকোলা এবং শেভগাঁও-এ হিংসায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে । পাশাপাশি তিনি জনগণকে শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন । মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে,আকোলা এবং শেভগাঁওয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং এলালায় পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিসের নির্দেশে, রাজ্যের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী গিরিশ মহাজন ব্যক্তিগতভাবে আকোলা পরিদর্শন করেছেন । অন্যদিকে রাজস্ব মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিল শেগাঁওয়ের পরিস্থিতি পর্যালোচনা করেছেন ।।