এইদিন ওয়েবডেস্ক,কোলার(কর্ণাটক),১৬ মে : কর্ণাটকে কংগ্রেসের বিজয় উৎসবের সময় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোলার জেলার হোসকোট তালুকের ডি শেট্টিহাল্লি এলাকায় । নিহত বিজেপি কর্মীর নাম কৃষ্ণাপ্পার (৫৫) । জানা গেছে,স্থানীয় বিধানসভা এলাকায় বিজেপির প্রাক্তন মন্ত্রী এমটিবি নাগরাজের বিরুদ্ধে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করে এবারে জয় পেয়েছেন কংগ্রেসের শরথ বাচেগৌড়া । ফলাফল ঘোষণা হওয়ার পরেই শরথ বাচেগৌড়ার সমর্থকরা আতশবাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণ করে বিজয় উদযাপন করছিল ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,কংগ্রেস কর্মীরা কৃষ্ণাপ্পার বাড়ির সামনে আতশবাজি তিনি প্রতিবাদ করেন । এনিয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে তাঁর তুমুল বাকবিতন্ডা শুরু হয় । তারই মাঝে কংগ্রেস কর্মীরা কৃষ্ণাপ্পার উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করতে শুরু করে । কৃষ্ণাপ্পার স্ত্রী ও ছেলে বাবু সঙ্গে সঙ্গে ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
এদিকে ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নন্দাগুড়ি থানার সামনে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির বর্ষীয়া৷ নেতারা। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে ৪ জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ । জানা গেছে,এবারের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী এমটিবি নাগরাজের পক্ষে প্রচার করেছিলেন নিহত বিজেপি কর্মী ।।