প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩ এপ্রিল : বিজেপির প্রচার গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার বেরুগ্রাম পঞ্চায়েতের কনকপুর গ্রামে । ঘটনা বিষয়ে বিজেপির জামালপুর বিবানসভার আহ্বায়ক জিতেন ডকাল শুক্রবার রাতে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।জামালপুরের তৃণমূল নেতৃত্ব যদিও ঘটনার দায় অস্বীকার করেছে ।
বিজেপি নেতা জিতেন ডকাল পুলিশকে জানিয়েছে,নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তাঁদের দলের পক্ষথেকে একটি প্রচার গাড়ির ব্যবস্থা করা হয়েছে ।সেই প্রচার গাড়িতে থাকা এলইডি স্ক্রিনে ছবি ও বক্তব্য সহ কেন্দ্রের সরকার ও বিজেপি দলের নানা কর্মসূচী উন্নয়ন কাজের নানা তথ্য জনসমক্ষে তুলে ধরা হচ্ছে।
জিতেন ডকাল বলেন,“শুক্রবার বিকালে তাঁদের দলের সেই প্রচার গাড়ি বেরুগ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল ।গাড়িতে চালক ও তাঁর সহযোগী ছিল।ওই সময়ে তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে বের হওয়া নির্বাচনী প্রচার র্যালি সেই জায়গায় পৌছায় । তৃণমূলের প্রচার র্যালিতে থাকা লোকজন দাঁড়িয়ে থাকা বিজেপির প্রচার গাড়িতে হামলা চালায় । গাড়ির সামনের কাঁচ ফাটিয়ে দেওয়া হয় । এছাড়াও প্রচার গাড়ির অন্যান অংশেরও ক্ষতি করে দেওয়া হয়েছে বলে বিজেপি নেতা জিতেন ডকাল অভিযোগ করেছেন ।’
যদিও জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভূতনাথ মালিক জানিয়েছেন ,
“তৃণমূলের নির্বাচনী প্রচার র্যালি চলাকালীন এমন কোনও ঘটনাই ঘটেনি ।বিজেপি নেতৃত্ব এইসব মিথ্যা অভিযোগ এনে প্রচার পেতে চাইছে।একই সঙ্গে ভূতনাথ বাবু বলেন , জামালপুর বিধানসভায় আদি ও নব্য বিজেপির বিরোধ এখন তুঙ্গে উঠেছে । ওদের গোষ্ঠী দন্দে হয়তো কিছু ঘটো থাকতে পারে । সেটা আড়াল করতেই বিজেপি নেতারা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছেন বলে ভূতনাথ মালিক মন্তব্য করেছেন ।’।