প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ মে : শুরুর পর থেকে একদিনও থেমে থাকেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূল কংগ্রেসের ’নব জোয়ার ’কর্মসূচী।কিন্তু সোমবার কর্মসূচির ২১ তম দিনের বিকালে মেঘ কালো করে শুরু হওয়া প্রবল ঝড় ও বৃষ্টিই যেন থমকে দিল ’’নব জোয়ারের ’গতি। তবে প্রকৃতি ব্যাঘাত সৃষ্টি করলেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ণব জোয়ার কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর ।
এদিন বিকালে পূর্ব বর্ধমানে ভাতার বাজার থেকে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো । সেই রোড শো কিছুটা পথ এগিয়ে ভূমশোর গ্রামের কাছাকাছি পৌছাতেই এলাকার আকাশ কালো মেঘে ঢাকা পরে । এর কিছু সময়ের মধ্যেই প্রবল গতিতে শুরু হয় ঝড় । সেই ঝড়ের দাপটে রাস্তার উপর বিদ্যুৎতের তার ছিঁড়ে পড়লে থমকে যায় অভিষেকের রোড শো । একই সময়ে শুরু হয় বৃষ্টি । ঝড় বৃষ্টির দাপট কমলে শুরু হয় ছিঁড়ে পড়া বিদ্যুৎতের তার সরনোর কাজ । সেইসব সম্পূর্ণ হটে ঘন্টা খানেক সময় লেগে যায় । তার পর অভিষেক পুণরায় রওনা হন ঠিকই , কিন্তু এই রোড শোর পরবর্তী কর্মসূচি তাঁর আর করা হয়না ।
ভাতারের রোড শো শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলকোটের নতুন হাট স্কুল মাঠে জনসভা করার কথা ছিল। কিন্তু ঝড়ের দাপটে জনসভার মঞ্চ স্থল সহ সমস্ত প্যান্ডেল লন্ডভন্ড হয়ে যাওয়ায় জনসভা আর করা হয় না অভিষেকের। দলের বহু কর্মী, সমর্থক ও নেতারা যাঁরা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য শুনবেন বলে দুপুর থেকে সভাস্থলে ভিড় জমিয়ে ছিলেন । কিন্তু প্রকৃতি বেঁকে বসায় তাঁরা বৃষ্টির জলে ভিজে নিরাশ হয়েই ফিরে যান । সন্ধ্যার আগে ঝড় বৃষ্টি থেমে যাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার আউসগ্রামের ১ বিধানসভা এলাকায় রোড শো শেষ করে দুর্গাপুরের মানকরের উদ্দেল্যে রওনা হয়ে যান ।
সেখানে তাঁর ’অধিবেশন’ কার্যক্রম থাকলেও তা
হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে ঝড়ের দাপটে সেখানকার যাবতীয় আয়োজনও ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে ঝড় বৃষ্টি যাই থাক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ এদিনও থমকে থাকে নি । দলের সেকেন্ড ইন কমান্ডের রোড শো চলা কালীন পথে দাড়িয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ চাক্ষুষ করলেন ভাতার ও গলসির বাসিন্দারা ।
ঝড় বৃষ্টির এদিন গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়েই দাপট দেখায় । সেই দাপট থেকে রক্ষা পায়নি জামালপুর বিধানসভা এলাকা । ঝড় বৃষ্টির সাথে এখানে বজ্রপাতও হয়। সেই বজ্রপাতে মৃত্যু হয় এক ব্যক্তির । তার নাম ভোম্বল ধারা (৫৩)। শনিবার জামালপুরের সেলিমাবাদের যে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচি সেরে ছিলেন তার থেকে মাত্র কয়েক কোলোমিটার দূরে মনিরামবাটি গ্রামে এই ব্যক্তির বাড়ি । মৃতর ছেলে প্রবীর ধারা বলেন, ঝড় বৃষ্টি শুরুর সময় আমার বাবা মাঠে যায় গবাদি পশু মাঠ থেকে ঘরে নিয়ে আসার জন্য । তখনই বজ্রাঘাতে আমার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। বাবাকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হল চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।।