দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ মে : সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে অভিষেক ব্যানার্জির রোড শো ঘিরে ফের একবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল । দলের শীর্ষ নেতার রোড শোয়ে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক বনমালী হাজরা ও তার অনুগামীরা । তারা ভাতার বাজারের কামারপাড়া মোড়ে জড়ো হয়ে বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে শ্লোগান দেয় । এমনকি বনমালী হাজরা ও তার দলবল মিলে অভিষেকের কনভয় আটকে মানগোবিন্দবাবুর বিরুদ্ধে নালিশ জানানোর পরিকল্পনাও করেছিলেন বলে খবর । কিন্তু পুলিশবাহিনী তাদের ঠেলে সরিয়ে দেয় । যদিও শেষ পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে উত্তরীয় পড়ানোর সূযোগ পান বনমালীবাবু ।
এদিন ভাতার দমকল অফিস থেকে ভাতার গার্লস হাইস্কুল পর্যন্ত রোড শো করার কথা ছিল অভিষেক ব্যানার্জির । যদিও ঝড়জলের কারনে তাকে মাঝ পথেই কর্মসূচি বাতিল করে দিতে হয় । তবে তার আগে অভিষেকের কনভয় যখন বর্ধমান-কাটোয়া সড়ক পথ ধরে দমকল অফিস থেকে ভাতার বাসস্ট্যান্ডের দিকে আসছিল সেই সময় মাঝামাঝি এলাকা কামারপাড়া মোড়ের কাছে বনমালী হাজরা তার অনুগামীদের সঙ্গে নিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন শুরু করে দেন । বিধায়কের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দেন । বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন বনমালীবাবুর অনুগামী বামুনাড়া পঞ্চায়েতের উপপ্রধান মনোয়ার ইসলাম, তৃণমূলের ব্লক কমিটির সদস্য নূর আলম,তৃণমূলের ছাত্র নেতা সঞ্জিত দত্ত, রামকৃষ্ণ রায়সহ বেশ কিছু লোকজন ।
বনমালী হাজরা বলেন,’আমাকে কেউ খবরই দেয়নি । অভিষেক আমাদের ভাবী নেতা,তিনি ভাতারে আসবেন আর আমি তাকে অভ্যর্থনা জানাবো না এটা তো হতে পারে না ।’ তিনি আরও বলেন, ‘এমএলএ তার মত পথ চলবেন,আমি আমার মত পথ চলবো । বনমালী হাজরার একটা দীর্ঘ অতীত আছে । আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করেনি । বনমালী হাজরা একজন সহজ সরল লোক,সাদা ধুতি পাঞ্জাবি পরা লোক,সহজ সরল পথেই আমি হাঁটবো । তাতে আমায় কোথাও আটকে দেয়, আটকে দেবে ।’
দেখুন ভিডিও 👇
পাশাপাশি ভাতার থানার বড়বেলুন গ্রামের তৃণমূল নেতা রামকৃষ্ণ রায় বিধায়কের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বলেছেন, ‘আমাকে সিপিএম তকমা দিয়ে দল থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে । অথচ বড়বেলুন-১ নম্বর অঞ্চলের ৯ টি বুথের মধ্যে আমার নিয়ন্ত্রনাধীন ৩ টি বুথে তৃণমূল জিতেছে । আর আজ আমি নাকি সিপিএমের দালাল । আর মানগোবিন্দ অধিকারী নিজে সিপিএম ও বিজেপির লোকদের নিয়ে ভাতার ব্লকে আধিপত্য কায়েম করতে চাইছে ।’
যদিও দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ প্রসঙ্গে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কোনো মন্তব্য পাওয়া যায়নি ।।