এইদিন ওয়েবডেস্ক,মেটেলি(জলপাইগুড়ি),১৫ মে : পঞ্চায়েত নির্বাচনের আগে জলপাইগুড়িতে জোড় ধাক্কা খেলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার উত্তর ধূপঝোরার বাসুপাড়া এলাকায় ২০/২১৫ নম্বর বুথের তৃণমূল সভাপতি কৃষ্ণ রায়ের নেতৃত্বে ২৫ টি পরিবার বিজেপিতে যোগদান করেছে বলে জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব । এর আগের দিন অর্থাৎ শনিবার ধুপগুড়ি বিধানসভার মাগুরমারি-১ অঞ্চলের ১৫/১২২ নম্বর বুথের ৫ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে দাবি করা হয় ।
বিজেপির মেটেলি সমতল মণ্ডল সভাপতি মজনুল হক জানান,তৃণমূলের দূর্নীতি ও অনুন্নয়নে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে এলাকার মানুষ । তাই তারা এখন বিজেপির উপর আস্থা রাখতে শুরু করেছে । আগামী দিনে আরও অনেক মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে বলে তিনি দাবি করেন । অন্যদিকে তৃণমূলের মেটেলি-২ নম্বর অঞ্চল সভাপতি বাপন রায়ের অভিযোগ, বিজেপি ওই সমস্ত লোকজনদের ভুল বুঝিয়ে দলবদল করিয়েছে । যদিও তৃণমূল নেতার এই অভিযোগকে খারিজ করে দিয়েছে খোদ দলবদলকারীরাই । তাদের অভিযোগ, বিগত ৫ বছরে এলাকায় কোনও উন্নয়নই করেনি শাসকদল ।।