এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৫ মে : বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হিন্দি চলচিত্র ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন দেশে উত্তপ্ত,তারই মাঝে মহারাষ্ট্র থেকে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে । পাঞ্চজন্যের প্রতিবেদনে জানা গেছে, রবিবার মহারাষ্ট্র মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালী চাকনকার (Rupali Chaconkar) সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, মার্চ মাসে মহারাষ্ট্রে ২,২০০ জন মেয়ের নিখোঁজ হওয়ার পরিসংখ্যান প্রকাশ্যে এসেছিল । এর পরে জানা যাচ্ছে যে বিগত তিন মাসে একই রাজ্য থেকে ৫,৬১০ জন মেয়ে নিখোঁজ হয়েছে । তিনি বলেন,রাজ্যে ১৬ থেকে ৩৫ বছর বয়সী মেয়ে এবং মহিলাদের ক্রমবর্ধমান নিখোঁজ হওয়ার সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক ।মেয়ে ও নারী নিখোঁজের ঘটনায় মানবপাচারের সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না । এতে উদ্বেগ আরও বেড়েছে বলে তিনি জানিয়েছেন ।
রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম(SIT) গঠনের আহ্বান জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের কাছে ৷ পাশাপাশি পুলিশের বিভাগীয় প্রধানকে চিঠি দিয়ে মেয়ে ও নারী নিখোঁজের বিস্তারিত তথ্য দিয়েছেন রূপালী চাকনকার । এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে পুলিশের বিভাগের পুলিশ প্রধানকে নির্দেশও দিয়েছেন তিনি । আজ রবিবার বিকাল ৩ টে নাগাদ কমিশনের অফিসে এই বিষয়ে প্রশাসন ও পুলিশের গৃহীত পদক্ষেপ এবং প্রতিকার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে ।।