এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৩ এপ্রিল : ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হল বাঁকুড়া বড়জোড়া বিধানসভার তাজপুর এলাকা । তাজপুর গ্রামের বাগদিপাড়ায় বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি বিজেপির এক কর্মীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে ৷ শান্তি বাগদি নামে ওই বিজেপি কর্মীর মাথার নিচে টাঙির কোপ বসানো হয় বলে অভিযোগ । ঘটনার পর আহত বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ।
এপ্রিলের ১ তারিখে দ্বিতীয় দফায় যে ৩০ টি আসনে ভোট হয় তার মধ্যে অন্যতম বাঁকুড়ার বড়জোড়া । ভোটের সময় সেভাবে অশান্তির খবর না পাওয়া গেলেও ভোট পর্ব মিটতেই বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায় । তাজপুর গ্রামের বাগদি পাড়ার বাসিন্দা আহত বিজেপি কর্মীর শান্তি বাগদির বাবা নিমাই বাগদির অভিযোগ, ‘আমাদের পাড়ার বাসিন্দারা বিজেপির সমর্থক । পাশের পাড়ার লোকেরা তৃণমূল করে । ভোট মেটার পর থেকেই আমাদের মারবে বলে হুমকি দিচ্ছিল পাশের পাড়ার লোকজন । তারপর শুক্রবার সন্ধ্যায় ওই পাড়া থেকে শতাধিক লোকজন লোকজন লাঠি,রড,টাঙি,দা নিয়ে আমাদের পাড়ার উপর চড়াও হয় । আমাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় । সেই সঙ্গে আমার ছেলে শান্তি ও আরও একজনকে ব্যাপক মারধর শুরু করে । ছেলের বাম দিকের কানের নিচে টাঙির কোপ লাগে । তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ।’ পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও গাফেলতির অভিযোগ তুলেছেন নিমাইবাবু । তাঁর অভিযোগ, ‘ঘটনার পর পুলিশকে বিষয়টি জানানো হয় । কিন্তু তৃণমূল আশ্রিত ওই সমস্ত কোনও ব্যাবস্থাই নিচ্ছে না পুলিশ ।’
অন্যদিকে বিজেপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।।