এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ এপ্রিল : পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে একটি বাড়ির একাধিক তালা ভেঙে গহনা,বাসনপত্রসহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা । পূর্ব বর্ধমানের ভাতার বাজারের রবীন্দ্রপল্লির এলাকার বাসিন্দা এক স্কুল শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে । অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে তদন্তে যায় ভাতার থানার পুলিশ । তবে শনিবার বিকেল পর্যন্ত পুলিশ চুরির কোনও কিনারা করতে পারেনি ।
ভাতার বাজারে হাউজিং কমপ্লেক্সের পশ্চিমে রবীন্দ্রপল্লি এলাকায় বেশ কিছু দিন আগে বাড়ি নির্মান করে সপরিবারে বসবাস করছেন সঞ্জীব অধিকারী নামে ওই স্কুল শিক্ষক । তাঁর পৈতৃক বাড়ি ভাতার থানার এরুয়ার গ্রামে । সঞ্জীববাবু জানিয়েছেন, এরুয়ারে পঞ্চম দোল উৎসব ছিল । তাই শুক্রবার সন্ধ্যায় বাড়িতে তালা লাগিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন । তারপর এদিন সকালে ফিরে এসে দেখেন বাড়িতে লাগানো তালা ভাঙা অবস্থায় রয়েছে । ঘরের আলমারির খোলা । মালপত্র সব লন্ডভন্ড অবস্থায় রয়েছে । এমনকি দামি কোনও সামগ্রী বা টাকা পয়সা আছে কিনা দেখার জন্য রান্না ঘরে ঢুকে মুড়ির টিন,চালের ড্রাম, মশলার কৌটোগুলোর মালপত্র ফেলে দিয়ে হাতড়েছে দুষ্কৃতিরা ।
এক ভরি সোনার গহনা, নগদ ১৫ হাজার টাকা,কাঁসা পিতলের বাসনপত্র সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে জানিয়েছেন সঞ্জীববাবু । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।