এইদিন ওয়েবডেস্ক,তাখার(১৩ মে ২০২৩) : ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট ঘোষণা করেছে যে তারা উত্তর-পূর্ব আফগানিস্তানের তাখার প্রদেশে ফ্রন্টের বাহিনীর অবস্থানের উপর তালিবান জঙ্গিদের একটি বড়সড় আক্রমণ প্রতিহত করেছে । ফ্রন্ট তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে,শুক্রবার তাখার প্রদেশের চাল জেলায় তালিবানরা প্রতিরোধ ফ্রন্ট বাহিনীর অবস্থানগুলিতে আক্রমণ করেছিল । তালিবানরা হালকা এবং ভারী অস্ত্র ব্যবহার করে । শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তালিবান জঙ্গিদের সঙ্গে ফ্রন্টের যোদ্ধাদের লড়াই অব্যাহত ছিল বলে জানানো হয়েছে । ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের টুইটে দাবি করা হয়েছে যে তালিবান সন্ত্রাসী বাহিনীকে অপমানজনক পরাজয় সহ্য করে জায়গা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে ।
স্থানীয় সূত্রের খবর,পালানোর আগে বেশ কয়েকজন সাধারণ মানুষকে তুলে নিয়ে গেছে তালিবান জঙ্গিরা ।
এই সংঘর্ষে জাতীয় প্রতিরোধ ফ্রন্টের বাহিনীর কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। অন্যদিকে এই বিষয়ে তালিবান এখনো কিছু জানায়নি । উল্লেখ্য,আফগানিস্তানের উত্তর-পূর্বের তাখার প্রদেশ ইতিপূর্বে একাধিকবার তালিবানের জঙ্গি ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী হয়েছে। গত সপ্তাহে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বাহিনীর সাথে তালিবান জঙ্গিদের সংঘর্ষের পর খোস্ত বাঘলান জেলায় ৮ জন তালিবান এবং এই ফ্রন্টের ৩ জন সদস্য নিহত হয় । চলতি বছরের শুরু থেকে এযাবৎ এই প্রথম ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট তাখারে তার বাহিনীর অবস্থানে তালিবানদের দ্বারা ব্যাপক হামলার শিকার হল ।।

