এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০২ এপ্রিল : মঙ্গলকোটে ভোটের প্রচারে যাওয়ার পথে গাড়ি উলটে আহত হলেন ৩০ জন বিজেপি কর্মী । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার গীধগ্রামের কাছে ক্যানেল পাড়ে । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । যদিও প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে,এদিন সকাল থেকেই গাড়িতে চড়ে গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালাচ্ছিলে মঙ্গলকোটের বিজেপি প্রার্থী রানা প্রতাপ গোস্বামী । একটি চারচাকা গাড়িতে ছিলেন রানাবাবু ও কয়েকজন দলীয় নেতাকর্মী । অন্য আরও একটি ছোট হাতি গাড়িতে চড়ে বেশ কয়েকজন দলীয় কর্মী তাঁর সঙ্গে সঙ্গে ঘুরছিলেন ।
রানা প্রতাপ গোস্বামী বলেন, ‘এদিন সকালে কারুলিয়া গ্রামে ভোটের প্রচারে যাই আমরা । সেখানে প্রচার সারার পর গীধগ্রাম অঞ্চলের কলসা গ্রামে প্রচারে যাচ্ছিলাম । আমাদের গাড়ির পিছনে ছোট হাতি গাড়িতে চড়ে আমাদের দলের প্রায় ৩০ জন কর্মী আসছিলেন । কিন্তু কৈথন থেকে গীধগ্রামে আসার পথে ক্যানেলের পাড়ে আসতেই ছোট হাতির গাড়ির চাকা পলকা মাটিতে বসে যায় । তারপর গাড়িটি উলটে পড়ে । এই দুর্ঘটনায় আমাদের দলের কয়েকজন কর্মী আহত হন ।’
জানা গেছে, এই ঘটনায় গাড়ির চালক বাদে বাকি সকল যাত্রী অল্পবিস্তর আহত হন । তাঁদের স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় । পরে দলীয় কর্মীদের সঙ্গে কলসা গ্রামের উদ্দেশ্যে প্রচারে রওনা হন বিজেপি প্রার্থী ৷।