প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ মে : পশ্চিমবঙ্গে ’দ্য কেরালা স্টোরি’ ব্যান হওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দলীয় কর্মসূচীতে যোগ দিতে তিনি বলেন,’দ্য কেরালা স্টোরিতে আপত্তির কিছু নেই । হিন্দু মুসলিম নিয়ে বা কেরালাকে নিয়ে এই ছবিতে কিছু বলা নেই।দ্য কেরালা স্টোরি মূলত আইসিসকে নিয়ে তৈরি সিনেমা । যাতে একজন মহিলার উপর হওয়া অত্যাচারের বিষয়টি দেখানো হয়েছে।সেন্সার বোর্ড সিনেমাটি প্রদর্শঢেয় ছাড়পত্র দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তার পরেও একজন মহিলার উপর হওয়া অত্যাচারের বিষয় নিয়েয় তৈরি সিনেমার প্রদর্শন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বন্ধ করালেন সেটাই আশ্চর্যের বলে মন্ত্রী পঙ্কজ চৌধুরী এদিন মন্তব্য করেন।
শুধু এইরাজ্যে ’দ্য কেরালা স্টোরি’ ব্যান হওয়া নিয়েই আলোচনা সীমাবদ্ধ রাখেন নি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।কেন্দ্র এই রাজ্যের শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে রাজ্যের শাসক দলের অনা অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, বাংলার সরকারের চাহিদা অনুযায়ী কেন্দ্র টাকা দেয়।সেই টাকা খরচের যথাযথ হিষাবতো দিতে হবে। হিসাব না দেওয়ার কারণেই টাকা মিলছে না।যখন থেকে জিএসটি চালু হয়েছে তখন থেকে এখনও পর্যন্ত বাংলার সরকার ভারত সরকারকে এজি রিপোর্ট পর্যন্ত দেয়নি বলে এদিন জানান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ।
’নব জোয়ার“ কর্মসূচীকে সামনে রেখে আগামী ১২ ই মে পূর্বস্থলীতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।তার আগে এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পঙ্কজ চৌধুরীর পূর্বস্থলীতে সাংগঠনিক বৈঠক করতে আসা ভিন্ন মাত্রা যোগ করলো বলেই মনে করছে রাজনৈতিক মহল । পঞ্চায়েত নির্বাচনের আগে এমন বৈঠক বিজেপি নেতা ও কর্মীদের কতটা চাঙ্গা করতে পারলো তা ভোটের ময়দানেই স্পষ্ট হয়ে বলে মত
রাজনৈতিক মহলের ।।