এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ এপ্রিল : দল এবার তাঁকে টিকিট দেয়নি । বরঞ্চ এলাকার বিধানসভাগুলি জেতানোর গুরুদায়িত্ব কাঁধে তুলে দিয়েছে দল । তাই সেই লক্ষ্যে দিন রাত এক করে এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । শুক্রবার কাটোয়া বিধানসভার দলীয় প্রার্থী শ্যামা মজুমদারকে সঙ্গে নিয়ে এলাকায় প্রচারে ঝড় তুললেন বিজেপির জেলা সভাপতি ।
এদিন শ্যামাদেবীকে সঙ্গে নিয়ে কাটোয়ার আউড়িয়া গ্রামে প্রচারে যান কৃষ্ণবাবু । তাঁরা প্রথমে আউড়িয়া গ্রামের কেশব ভারতী মন্দিরে পূজো দেন । তারপর আউড়িয়া গ্রাম ও আউড়িয়া ডাঙ্গায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন কৃষ্ণবাবুরা ৷ এদিনের প্রচারে বিজেপি কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় । প্রবল গরম উপেক্ষা করে বেশ কিছু দলীয় কর্মী সমর্থক জেলা সভাপতি ও দলীয় প্রার্থীর সঙ্গে পায়ে পা মেলান ।
প্রসঙ্গত,বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার মধ্যে রয়েছে ৭ টি বিধানসভা । তার মধ্যে কাটোয়া মহকুমায় রয়েছে ৩ টি ও কালনা মহকুমায় রয়েছে ৪ টি আসন । কাটোয়া মহকুমার অন্তর্গত আসনগুলি হল কাটোয়া, মঙ্গলকোট ও কেতুগ্রাম । অন্যদিকে কালনা মহকুমার মধ্যে রয়েছে কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিন বিধানসভাগুলি ।
বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার ওই সাত আসনের মধ্যে কাটোয়া বিধানসভাকে কনফার্ম বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব । আর বিজেপি নেতৃত্বের এই বিশ্বাসের পিছনে রয়েছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল । বিগত লোকসভায় ফলাফলের নিরিখে কাটোয়া পুরসভার ২০ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টিতে জয়লাভ করেছিল বিজেপি । গোটা কাটোয়া বিধানসভার ক্ষেত্রে দু’হাজারের অধিক ভোটে শাসকদলকে পিছনে ফেলে দিয়েছিল গেরুয়া শিবির । আর আগামী নির্বাচনে এই ফলফলকে ধরে রাখতে এলাকার কোনায় কোনায় প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার । তাঁকে সঙ্গ দিচ্ছেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ ।
কৃষ্ণ ঘোষ বলেন, ‘আবাস যোজনা থেকে আমফানের ক্ষতিপূরণের অনুদান বিলি,সবেতেই দুর্নীতি করেছেন কাটোয়ার বিধায়ক ৷ এই দুর্নীতির জন্য মানুষ আজ তাঁর প্রতি বীতশ্রদ্ধ । তাই বিজেপির দিকে ঝুঁকছেন কাটোয়াবাসী । আগামী বিধানসভা ভোটে কাটোয়ায় আমরা নিশ্চিতভাবে জিতব ।’ পাশাপাশি তিনি বলেন, ‘শুধু কাটোয়া বিধানসভাই নয় আমার এলাকার সাতটি আসনেই দলীয় প্রার্থীদের জিতিয়ে আমি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে তুলে দিতে চাই । এটাই আমার সংকল্প ।’।