এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০১ এপ্রিল : বৃহস্পতিবার ভোর রাতে দামোদর নদ পেড়িয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার জামতাড়া গ্রামে হানা দিল একটি হাতি । তারপর খাবারের সন্ধানে কার্যত তান্ডব শুরু করে হাতিটি । প্রথমে জামতাড়া গ্রামের ঘোষপাড়ার বাসিন্দা চন্দ্রশেখর ঘোষ নামে এক কৃষকের ধানের গোলা ভেঙে দেয় । তারপর আউশগ্রাম-২ ব্লক হাসপাতাল চত্বরে ঢুকে ভাঙচুর চালায় । আচমকা হাতির আগমনের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
খবর পেয়ে বনকর্মীরা এলাকায় পৌছান । ততক্ষণে আউশগ্রামের হরগরিয়াডাঙ্গা এলাকায় জঙ্গলে ঢুকে যায় হাতিটি । পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত বন আধিকারিক সারদা সাহা জানান, হাতিটিকে বাঁকুড়ার সোনামুখী জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে । জানা গেছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ দুর্গাপুর থেকে আনা হয় হাতি তাড়ানোর ঐরাবত গাড়ি। হাতির পায়ের ছাপ লক্ষ্য করে তার অবস্থান জানার চেষ্টা চালাচ্ছেন বন কর্মীরা ।।