এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৮ মে : আমেরিকায় বাসস্টপে অপেক্ষারত যাত্রীদের ভিড়ের মধ্যে ঢুকে গেল বেপরোয়া গতির একটি এসইউভি গাড়ি । গাড়ির ধাক্কায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ১০ জন । ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আমেরিকার টেক্সাসের সীমান্ত শহর ব্রাউনসভিলের একটি সিটি বাসস্টপে । ঘটনা পর আহত গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাক্রমে ঘটেছে তা জানা যায়নি । পুলিশ জানিয়েছে,গাড়ির চালককে এনিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,আশ্রয়প্রার্থীদের একটি দল আশ্রয়কেন্দ্র ছেড়ে যাত্রীবাহী বাসের জন্য ওই বাসস্টপে অপেক্ষা করছিল । আর তখনই ওই এসইউভি গাড়িটি প্রবল গতিতে এসে ভিড়ের মধ্যে ঢুকে যায় । এই ঘটনার সবচেয়ে বেশি শিকার হয়েছেন ভেনিজুয়েলার নাগরিকরা । প্রসঙ্গত,ব্রাউনসভিল দীর্ঘদিন ধরে মার্কিন-মেক্সিকো সীমান্তে অভিবাসনের কেন্দ্রস্থল । সাম্প্রতিক সময়ে এই সীমান্ত শহরে হাজার হাজার ভেনেজুয়েলার নাগরিকের আসা শুরু হয়েছে । গত সপ্তাহের শেষে সীমান্ত আটক কেন্দ্রে থাকা ৬,০০০ অভিবাসীর মধ্যে ৪,০০০ ভেনেজুয়েলার নাগরিক । এদিকে এত বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থীদের দল ঢুকতে শুরু করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে । ফলে আশ্রয়প্রার্থীদের ভিড়ের মধ্যে বেপরোয়া গতির গাড়ি ঢুকে যাওয়াকে নিছক দূর্ঘটনা বলে মানতে নারাজ অনেকে । তাদের দাবি পরিকল্পিত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে । ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরুর ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ ।।