এইদিন ওয়েবডেস্ক,টেক্সাস,০৭ মে : ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা । এবারে ঘটনাস্থল টেক্সাসের ডালাস-ফোর্টওয়ার্থের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মল । স্থানীয় সময় শনিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটেছে । বন্দুকবাজের গুলিতে অন্তত ৯ জনের মৃত্যু এবং কমপক্ষে ৭ জন গুরুতর আহত । নিহতদের মধ্যে শিশু ও এক পুলিশকর্মীও রয়েছে । খতম হয়েছে বন্দুকবাজও । অপারেশন অ্যাডমিনিস্ট্রেটর জোশুয়া ডব্লিউ বার্নওয়েল জানান, তিনি কমপক্ষে ৩০টি গুলির শব্দ শুনেছেন। মাটিতে প্রায় ৬০ রাউন্ড গুলি দেখেছেন।
জানা গেছে,এক্ষেত্রেও ঘাতক এআর-১৫ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল । সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন প্রান্তে যতগুলি হামলার ঘটনা ঘটেছে তার অধিকাংশ ক্ষেত্রেই ওই রাইফেল ব্যবহার করেছিল বন্দুকবাজরা । সপ্তাহ দুয়েক আগে ন্যাশভিলের কভেন্যান্ট স্কুলে এআর-১৫ অ্যাসল্ট রাইফেল নিয়েই হামলা চালিয়েছিল এক দুষ্কৃতী । যাতে অনেক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল । এখন ওই রাইফেলটি নিষিদ্ধ করার দাবি উঠছে আমেরিকায় ।।