এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৬ মে : ‘হরকাত আল-নিদাল’ গ্রুপের প্রধান তথা ইরানি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক হাবিব ফারাজুল্লাহ চাবকে মৃত্যুদণ্ড দিল ইরান । আজ শনিবার ইরানের বিচার বিভাগীয় এজেন্সি ‘মিজান’ জানিয়েছে যে হাবিব ফারাজুল্লাহ ২০১৭ সালে ইরানের সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ।
ইরানের অভিযোগ ‘হরকাত আল-নিদাল’ নামে ওই সংগঠনটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ এবং সুইডেনের গুপ্তচর সংস্থা ‘সাপো’ দ্বারা সমর্থিত একটি সন্ত্রাসবাদী সংগঠন । হাবিব ফারাজুল্লাহ ২০১৪ সাল থেকে ওই সংগঠনটি নিয়ন্ত্রণ করে আসছিলেন । হাবিব আসিওদের গোষ্ঠীর নাশকতার কারনে ৪৫০ জনেরও বেশি ইরানি নাগরিক নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিচার বিভাগীয় এজেন্সি ।
মিজান দাবি করেছে,খুজেস্তান প্রদেশকে ইরান থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে হাবিবদের সংগঠন নাশকতা, সন্ত্রাস এবং বোমা হামলার দিকে মনোনিবেশ করেছিল । জানা যায়,ইরানি বংশোদ্ভূত এই সুইডিশ নাগরিককে ২০১৯ সালে তুরস্কে ‘অজ্ঞাতনামা ইমাম জামান (আ)’ নামে একটি গোষ্ঠী গ্রেপ্তার করে । এদিন সকালে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ।
প্রসঙ্গত,কুর্দি তরুনী মাহাসা আমিনিকে ইরানের নৈতিকতা পুলিশ পিটিয়ে মারার পর থেকে এযাবৎ ইরানে কয়েক’শ প্রতিবাদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । ইরানে ব্যাপক হারে মৃত্যুদণ্ডের প্রতিবাদ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলি । সেই প্রতিবাদ কার্যত উপেক্ষা করেই একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর করে যাচ্ছে কট্টর ইসলামি মৌলবাদী দেশ ইরান ।।