এইদিন ওয়েবডেস্ক,ব্রাজাভিল,০৬ মে : কঙ্গোয় সাম্প্রতিক বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে । শুক্রবার(৫ মে ২০২৩) কঙ্গোর দক্ষিণ কিউই শহরে ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয় । কঙ্গো কর্তৃপক্ষ জানিয়েছে,বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে । দক্ষিণ কিউই শহরের স্থানীয় বাসিন্দারা জানান, এই শহরের ৭৫ শতাংশের বেশি আবাসিক বাড়ি, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়ে গেছে ।দক্ষিণ কিভু শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পর ভূমিধসের সৃষ্টি হয় ।
উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি কেনিয়া,উগান্ডা ও রুয়ান্ডা সহ বিভিন্ন দেশের আবাসিক এলাকার বিশাল অংশ বিধ্বস্ত হয়েছে । গত বুধবার রোন্ডায় বন্যায় অন্তত ১২৯ জন নিহত হয়েছেন ।।