এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৫ মে :‘সমাজকে বিপর্যস্ত করে তুলতে চাওয়া সন্ত্রাসবাদী মানসিকতার লোকেদের পাশে আজ কংগ্রেসকে দেখা যাচ্ছে । শুধু তাইই নয়,এই রকম সন্ত্রাসী মানসিকতা সম্পন্নদের সাথে কংগ্রেস পিছনের দরজা দিয়ে রাজনৈতিক দর কষাকষি করছে’- বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শুক্রবার কর্ণাটকের বল্লারীতে(Ballari) নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় বহু চর্চিত হিন্দি চলচিত্রকে সমর্থন করেন প্রধানমন্ত্রী । তিনি বলেন,’বিগত কয়েক বছরে সন্ত্রাসবাদের আরও একটা ভয়ানক স্বরূপের জন্ম হয়ে গেছে । বোমা,বন্দুক আর পিস্তলের আওয়াজ তো শোনা যায়,কিন্তু সমাজকে ভিতর থেকে খোকলা করার সন্ত্রাসী ষড়যন্ত্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না । আদালত পর্যন্ত সন্ত্রাসবাদের এই স্বরূপের বিষয়ে দু:শ্চিন্তা প্রকাশ করেছে ।’
প্রধানমন্ত্রী বলেন,’এমনই সন্ত্রাসী ষড়যন্ত্রের উপর নির্মিত ছবি হল ‘দ্য কেরালা স্টোরী’ । সাম্প্রতিক সময়ে ‘দ্য কেরালা স্টোরী’ নিয়ে খুব জলঘোলা হচ্ছে । বলা হচ্ছে একটা রাজ্যে সন্ত্রাসবাদীদের ছদ্ম নীতির উপর নির্মিত হয়েছে ‘দ্য কেরালা স্টোরী’ চলচিত্রটি । দেশের এত সুন্দর একটা রাজ্য,যেখানকার মানুষ এত পরিশ্রমী ও প্রতিভাবান, সেই কেরালায় চলা সন্ত্রাসবাদের গোপন ষড়যন্ত্র ফাঁস করেছে ‘দ্য কেরালা স্টোরী’ ছবিটি ।’
এরপর কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,’আর দেশের দূর্ভাগ্য দেখুন, সমাজকে বিপর্যস্ত করে তুলতে চাওয়া ওই সমস্ত সন্ত্রাসবাদী মানসিকতা লোকেদের পাশে আজ কংগ্রেসকে দেখা যাচ্ছে । শুধু তাইই নয়,এই রকম সন্ত্রাসী মানসিকতা সম্পন্নদের সাথে কংগ্রেস পিছনের দরজা দিয়ে রাজনৈতিক সওদাবাজি করছে । এই কারনে কর্ণাটকের মানুষকে কংগ্রেস থেকে সাবধান থাকা উচিত ।’।