এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ মে : বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে ভারত । গোটা বিশ্বে নাবালিকা বিয়ের ঘটনায় এক তৃতীয়াংশ এদেশের । ভারতের যে রাজ্যগুলিতে বাল্যবিবাহের ঘটনা সবচেয়ে বেশি ঘটে সেই রাজ্যগুলি হল-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ । সবার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ । হিন্দি ভাষী এই রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নাবালিকার বিয়ের ঘটনা ঘটে বলে ইউনিসেফের ‘বাল্য বিবাহ বন্ধ-২০২৩’ শীর্ষক শিরোনামের প্রতিবেদনে দাবি করা হয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে যে ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহের হার হ্রাসের ক্ষেত্রে ভারতসহ বাকি বিশ্বের লক্ষ্য পূরণের প্রচেষ্টা যথেষ্ট দ্রুত নয় । লক্ষ্যে পৌঁছানোর জন্য সামগ্রিক অগ্রগতি আরও প্রায় ২৯ গুণ দ্রুত হতে হবে বলে জানিয়েছে ইউনিসেফ ।
ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে গোটা বিশ্বে ৬ কোটি ৪০ লক্ষ কিশোরীর বিয়ে দেওয়া হয়েছে । এর মধ্যে ৪৫ শতাংশ রয়েছে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলিতে ।
ভারত ছাড়াও মিশর, ইরান, মেক্সিকো, ইথিওপিয়া, পাকিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, চীন এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মোট ১০টি দেশের নাম রয়েছে এই তালিকায় । তালিকার তৃতীয় স্থানে ১০৯ টিরও বেশি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে । রিপোর্ট অনুযায়ী, ভারতের বাকি রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার এবং ত্রিপুরায় কমপক্ষে ৪২ শতাংশ মেয়ের ১৮ বছর বয়সের আগে বিয়ে দেওয়া হয় ।
বিশ্বব্যাপী বাল্যবিবাহ বন্ধের প্রচেষ্টার বর্তমান গতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৯০ মিলিয়ন নাবালিকা বধূর সংখ্যা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাল্যবিবাহের সম্পূর্ণ অবসান ঘটাতে এখনো ৩০০ বছর পিছিয়ে আছে বিশ্ব । ভারত এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলি সহ বিশ্বব্যাপী বিগত ২৫ বছরে ৬৮ মিলিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে বলে ইউনিসেফের রিপোর্টে জানা গেছে ।।