এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৫ মে : তেহেরিক এ তালিবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধাদের সাথে সংঘর্ষে কমপক্ষে ৬ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে । টিটিপি উত্তর ওয়াজিরিস্তানের একটি এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে । অন্যদিকে পাকিস্তানি সেনা দাবি করেছে যে আফগানিস্তানের সঙ্গে সীমান্তে এই সংঘর্ষের ফলে টিটিপির ৩ জঙ্গিও নিহত হয়েছে ।
একই সময়ে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ সবসময় দাবি করে আসছে যে টিটিপির কিছু যোদ্ধা আফগানিস্তানের কিছু অংশে আশ্রয় নিয়েছে ।
যদিও তালিবান সবসময়ই এই দাবি অস্বীকার করেছে এবং জোর দিয়ে বলেছে যে আফগানিস্তানের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না । অন্যদিকে উপজাতীয় এলাকায় একটি পাকিস্তানি সেনা চৌকিতে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরণে তিন সৈন্যের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
উল্লেখ্য, পাকিস্তানি সৈন্যরা এমন এক সময়ে নিহত হয়েছে যখন টিটিপি দেশের কয়েকটি শহরে তাদের আক্রমণ বাড়িয়েছে । এদিকে পাকিস্তানি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা এই গোষ্ঠীকে নির্মূল করেই ছাড়বে । সেই লক্ষ্যে অভিযান শুরু করেছে পাকিস্থানি সেনা । যে কারনে দু’পক্ষের মধ্যে শান্তি আলোচনার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না বর্তমানে ।।