এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৫ মে : ফের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসবাদীদের হামলার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায় জঙ্গিরা । পুলিশ জানিয়েছে,নাকা চেকিং-এর সময় সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় । সন্ত্রাসীদের গুলি লেগে একজন পুলিশ কর্মী সামান্য আহত হয়েছে । বর্তমানে তার হাসপাতালে চিকিৎসা চলছে । এদিকে হামলাকারীদের ধরতে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী ।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের বুদগামে ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার হয়েছে ।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন,সোইবুগের পুলিশ দল নদীগাম ক্রসিংয়ে নাকা চেকিংয়ের সময় একটি ইনোভা গাড়ি আটকে তল্লাশি চালাতেই ৩৩.৫০ গ্রাম চরস জাতীয় পদার্থ এবং নগদ ৩২,০৩০ টাকা পাওয়া যায় । এরপর ছাইরহার বাসিন্দা গোলাম আহম্মেদ ডুমের ছেলে মোহাম্মদ উমর ডুম, মিরপোরার বাসিন্দা মোহাম্মদ শফি দারের ছেলে শাহবাজ শফি দার এবং সোফি পোড়া সোয়েবুগের বাসিন্দা মোহাম্মদ ইসহাকের ছেলে সাজ্জাদ হুসেন রাথার নামে ওই ৩ জনকে গ্রেফতার করা হয় ।
এছাড়া মারিপোরা ক্রসিংয়ের কাছে চেউদারায় আরেকটি অভিযানে, বিয়ারওয়াহ থানার একটি পুলিশ দল ২ জনকে ৫৫ গ্রাম চরস জাতীয় পদার্থ এবং ২৪০ টি স্প্যাসমো-প্রক্সিভন প্লাস ট্যাবলেট সহ গ্রেপ্তার করে পুলিশ । ধৃতরা হল খাজির মোহাম্মদ ভাটের ছেলে গুলাম নবী ভাট এবং চেউদারার বাসিন্দা মোহাম্মদ সাদিক নাজারের ছেলে আতহার সাদিক নাজার । ষষ্ঠ মাদক কারবারী হল জাওয়ালাপোরা বডগামের বাসিন্দা আশিক হুসেন মিরের ছেলে মুমিন আসহাক মীর । তার কাছ থেকে ৮০ গ্রাম চরস জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।