দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ মে : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ডাম্পারের ধাক্কায় জখম হলেন বাইক আরোহী এক কলেজ ছাত্রী । জখম ছাত্রীর নাম অমৃতা মণ্ডল(১৯) । তার ডানহাতে গুরুতর চোট লেগেছে । পূর্বস্থলীর পাটুলির বাসিন্দা ওই ছাত্রী বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ ডাম্পারটি আটক করেছে ।
জানা গেছে,কাটোয়া কলেজের বিএ প্রথম বর্ষের ভুগোলের অনার্সের ছাত্রী অমৃতা মণ্ডল । বর্তমানে কলেজে পরীক্ষা চলছে । বৃহস্পতিবার সকালে বাবা অমল মণ্ডলের বাইকের পিছনে বসে পরীক্ষাকেন্দ্র কেতুগ্রামের কাঁদরা কলেজে যাচ্ছিলেন অমৃতা । কিন্তু সকাল এগারোটা নাগাদ অমলবাবু মেয়েকে নিয়ে কাটোয়া বাসস্ট্যান্ডের কিছুটা দূরে ছোটলাইন পাড়ার কাছে আসতেই সড়কপথের একটি বাঁকে দাড়িয়ে থাকা একটি বাসকে দেখতে পান । তিনি বাসকে পাশ কাটিয়ে বাইক নিয়ে এগুতেই সামনে থেকে একটা ডাম্পার এসে বাইকটিকে ধাক্কা দেয় । বাইক নিয়ে ছিটকে পড়েন অমলবাবু । এদিকে তার মেয়েকে কিছুটা হেঁচড়ে নিয়ে যায় ডাম্পারটি । বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই কলেজ ছাত্রী ।।