এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৪ মে : ফের এক তালিবানি নিষেধাজ্ঞার কবলে পড়ল আফগান মহিলারা । আফগানিস্তানের হেরাত প্রদেশের তালিবানরা এলাকার গাড়ির চালকদের হুমকি দিয়ে জানিয়েছে, যদি তারা কোনো বোরখা ছাড়া কোনো মহিলাকে গাড়িতে তোলে তাহলে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে । ফলে হেরাতের গাড়ির চালকরা ভয়ে আর কোনো মহিলাকেই গাড়িতে তুলতে চাইছে না বলে স্থানীয় সূত্রে খবর ।
সূত্রের খবর, তালিবানের নৈতিকতা পুলিশ গত তিন দিন ধরে হেরাত শহরের মোড়ে মোড়ে রীতিমতো নজরদারি শুরু করে দিয়েছে । কোনো বোরখা বিহীন মহিলাকে গাড়িতে দেখলেই তারা টেনেহেঁচড়ে নামিয়ে দিচ্ছে ।
প্রসঙ্গত,আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালিবানরা নাগরিকদের, বিশেষ করে মেয়ে এবং মহিলাদের সামাজিক জীবনে অনেক বিধিনিষেধ আরোপ করেছে । বর্তমানে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের দরজাও মেয়েদের জন্য বন্ধ । ফলে বিগত দু’বছর ধরে কার্যত নরক যন্ত্রণা ভোগ করছে আফগানি কিশোরী,তরুনী ও গৃহবধূরা ।।