প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ মে : সবাই একসঙ্গে কাজ করুন। উন্নয়নের কাজকে আরো এগিয়ে নিয়ে চলুন’।বুধবার হাওড়া থেকে মালদা যাওয়ার পথে আপ সড়াইঘাট এক্সপ্রেস বর্ধমান স্টেশনে মিনিট পাঁচোকের জন্য দাঁড়ালে ট্রেনের দরজার সামনে এসে দলের নেতা ও বিধায়কদের এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীাকে শুভেচ্ছা জানাতে এদিন প্লাটফর্মে হাজির হয়ে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ও পুলিশ সুপার কামনাশীষ সেন সহ উৎসাহী তৃণমূল কর্মীরা।ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। বিধায়ক খোকন দাস মুখ্যমন্ত্রীর জন্য সীতাভোগ, মিহিদানা ও পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলেন । তবে নিরাপত্তার কারণে সেসব কিছুই তাঁর মুখ্যমন্ত্রীকে দেওয়া সম্ভব হয়নি।
সরাইঘাট এক্সপ্রেস নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে এদিন বর্ধমান স্টেশনে ঢোকে । সন্ধ্যা ৫ টা ২৭ মিনিটে ট্রেন থামে । আর ছাড়ে পাঁচ মিনিট পর অর্থাৎ ৫ টা ৩২ মিনিট নাগাদ। ট্রেন স্টেশনে ঢোকার অনেক আগে থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে সরাইঘাট এক্সপ্রেস থামলেও ২ ও ৩ নম্বর প্লাটফর্মও কার্যত পুলিশ ফাঁকা করে দেয়। পুলিশে পুলিশে ছয়লাপ করে দেওয়া হয় গোটা স্টেশন চত্বরে। ওইটুকু সময়ের মধ্যেই দলনেত্রী ট্রেনের দরজায় দাঁড়িয়ে দলীয় কর্মী সমর্থক ও নেতা নেত্রীদের উদ্দেশ্য বলেন,’সবাই একসঙ্গে কাজ করুন। উন্নয়নের কাজকে আরো এগিয়ে নিয়ে চলুন ।’
বিধায়ক খোকন দাস বলেন, খনিকের জন্য হলেও দিদিকে কাছে পেয়ে আমরা খুশি হলাম। সবাইকে একসঙ্গে কাজ করতে বলে গেলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি তিনি জেলাশাসক ও পুলিশ সুপারকে জিজ্ঞেস করেন সব ঠিক চলছে কি না।।