এইদিন ওয়েবডেস্ক,জামখান্দি(কর্ণাটক),০২ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুল গাঁধীর কাছে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী ভাদ্রা । কর্ণাটকের জামখান্দিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমার ভাইয়ের কাছ থেকে প্রধানমন্ত্রী মোদির শিক্ষা নেওয়া উচিত । কারন আমার ভাই (রাহুল গাঁধী) দেশের মানুষের জন্য গালি ও গলি (নিন্দা এবং গুন্ডু) খেতে প্রস্তুত, কিন্তু মোদী গালির ভয় পান। চিন্তা করবেন না মোদীজি, জনজীবনে এসবই স্বাভাবিক ।’
তিনি বলেন,’ইন্দিরা গান্ধী দেশের জন্য নিজেকে গুলি খেয়েছিলেন । রাজীব গান্ধী জীবন উৎসর্গ করেছিলেন । আমি অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে নিজের সমস্যা নিয়ে ভাবতে দেখছি ।’ তার কথায়,’মোদির অফিস মানুষের সমস্যার তালিকাও করে না ।পরিবর্তে তারা আমাকে কতবার তিরস্কার করেছে তা তালিকা করে। গান্ধী পরিবারের অপমান তালিকা তৈরি করা হলে একটা বই ছাপাতে হবে । অথচ জনগনের সমস্যার কথা লেখা একটি পৃষ্ঠাও তাদের কাছে দেখতে পাবেন না ।’ নিজের ভাইয়ের ভূয়সী প্রশংসা করে প্রিয়াঙ্কা বলেন,’মোদীজি আমার ভাইয়ের কাছ থেকে শিখুন । যতই অপমান করা হোক, গুলি করা হোক বা ছুরি মারা হোক না কেন আমার ভাই সর্বদা সত্যের পক্ষে দাঁড়াবে, মানুষের পক্ষে দাঁড়াবে ।’।