এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,০২ মে : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পেনশন সংস্কারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হিংসাত্মক আন্দোলন চলছে । সোমবার শ্রমিক দিবসের দিন ফের গোটা ফ্রান্স জুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়েছে । প্যারিসে উগ্র বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি,বোমা ছুড়েছে এবং ব্যাঙ্ক ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলির কাঁচের জানালা ভেঙে দিয়েছে,আগুন ধরিয়ে দিয়েছে গাড়িতে । এদিকে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে । প্যারিস পুলিশ জানিয়েছে,মোলোটভ ককটেলের আঘাতে একজন পুলিশ সদস্যের হাত ও মুখ মারাত্মকভাবে পুড়ে গেছে । শুধু রাজধানীতেই এযাবৎ ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান ।
অন্যদিকে দক্ষিণ ফ্রান্সের টুলুসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । শেষ পর্যন্ত পুলিশকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয় । দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিয়নে চারটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে ।পশ্চিমাঞ্চলীয় শহর নান্তেসে বিক্ষোভকারীরা বোমা নিক্ষেপ করে,একটি কাপড়ের দোকানের জানালা ভেঙে দেওয়া হয় । পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেয় ।
টুইটারে এক বিবৃতিতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বেশিরভাগ বিক্ষোভকারী শান্তিপূর্ণ ছিল, তবে প্যারিস, লিয়ন এবং নান্তেসে, পুলিশকে খুব হিংস্র গুন্ডাদের মুখোমুখি হতে হয়েছিল । বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের হত্যা করা এবং সম্পত্তি আক্রমণ করার লক্ষ্য নিয়ে এসেছিল । দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি বিক্ষোভকারীরা সাময়িকভাবে দখল করে নেয় ।তখন হোটেলের বাসন এবং আসবাবপত্র নষ্ট করে দেয় বলে তিনি জানান ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ফ্রান্স জুড়ে প্রায় ৭,৮০,০০০ মানুষ বিক্ষোভ করেছে, যার মধ্যে ১,১২,০০০ শুধুমাত্র প্যারিসে ছিল । যদিও ইউনিয়ন জানিয়েছে যে তারা রাজধানীতে ৫,৫০,০০০ সহ ফ্রান্স জুড়ে ২.৩ মিলিয়ন বিক্ষোভকারীকে গণনা করেছে । বিক্ষোভকারীর সংখ্যা গত বছরের শ্রম দিবসের তুলনায় বেশি বলে তারা জানিয়েছে । এদিকে তীব্র বিক্ষোভ সত্ত্বেও ইমানুয়েল ম্যাক্রন গত মাসে সরকারি কর্মীদের অবসরের বয়স ৬২ থেকে ৬৪-এ উন্নীত করে আইনে স্বাক্ষর করেছেন ।।