দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০১ মে : বর্তমানে গ্রামাঞ্চলে বোরো ধান কাটার মরশুম চলছে । হারভেস্টর মেশিনে জমি থেকে ধান ঝেড়ে ট্রাক্টরে বোঝাই করে বিভিন্ন সড়ক পথ ধরে মাঠের ধান বাড়িতে নিয়ে আসছেন কৃষকরা । এদিকে কয়েকদিন ধরে কালবৈশাখীর বৃষ্টিপাতের কারনে ধানজমি ভিজে আছে । ফলে হারভেস্টর মেশিন ও ট্রাক্টরগুলির চাকায় উঠে আসা কাদা এসে জমা হচ্ছে সড়ক পথের উপর । ফলে সড়কপথে যাতায়াতকারী মোটরসাইকেল, সাইকেল, এমনকি চারচাকা গাড়িগুলি দূর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে । এই বিপজ্জনক পরিস্থিতির কথা চিন্তা করে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুরের সমাজসেবী যুবক শেখ আমির এলাকার বিভিন্ন সড়কপথে পড়ে থাকা কাদা সরাতে উদ্যোগী হলেন ।
আজ সোমবার সকাল থেকে কয়েকজনকে সঙ্গে নিয়ে বর্ধমান-কাটোয়া, বলগোনা-গুসকরা এবং বাদশাহী রোডে পড়ে থাকা কাদা সরাতে উদ্যোগী হন বছর পঁয়ত্রিশের যুবক শেখ আমির । তাঁদের দেখাদেখি কিছু কিছু জায়গায় মাঠে ধান কাটার কাজ করা বেশ কিছু খেতমজুর মহিলা ও পুরুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন । মুরাতিপুরের ওই সমাজসেবী যুবকের পক্ষ থেকে তাদের সকলের হাতে একটি করে বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়।
শেখ আমির বলেন,’এলাকার চাষিরা বর্তমানে মাঠ থেকে ধান তোলার কাজ শুরু করেছে । জমির কাদা ধান কাটার মেশিন ও ট্রাক্টরের চাকায় উঠে এসে মূল সড়কপথগুলিতে এসে পড়ছে । ফলে যানবাহনের চাকা পিছল কেটে দূর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে । বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে ভাতার এলাকার বিভিন্ন সড়কপথগুলি । এই কারনে এদিন আমরা রাস্তায় পড়ে থাকা কাদা সরানোর উদ্যোগ নিয়েছি ।’ তিনি হারভেস্টর মেশিন ও ট্রাক্টর চালকদের কাছে আহ্বান জানিয়েছেন যাতে তারা চাকার কাদা জমিতে পরিষ্কার করার পড়েই সড়ক পথে যাতায়াত করেন ।
দেখুন ভিডিও 👇
শেখ আমিরদের সাহায্যকারী ভাতার থানার এরুয়ার গ্রামের খেতনজুর মহিলা শিউলি মণ্ডল বলেন, ‘রাস্তায় যেভাবে কাদা পড়ে আছে তাতে যেকোনো সময় দূর্ঘটনা ঘটে প্রাণহানি হয়ে যেতে পারে । এদিন আমরা মাঠে ধান কাটার সময় লক্ষ্য করি কয়েকজন যুবক রাস্তার কাদা সরানোর কাজ করছে । তাই থাকতে না পেরে আমরা কাজ ছেড়ে দিয়ে তাদের সঙ্গে রাস্তার কাদা পরিষ্কার করার কাজে হাত লাগাই ।’ দেবপুরের বাসিন্দা পেশায় চারচাকা গাড়ি চালক রামপ্রসাদ ভট্টাচার্য বলেন,’সড়ক পথে পড়ে থাকা কাদার কারনে প্রায়ই দূর্ঘটনার মত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে । স্থানীয় যুবকরা কাদা সরানোর যে উদ্যোগ নিয়েছে তা সত্যই প্রশংসনীয় ।’
উল্লেখ্য, এর আগে ভাতার থানার পুলিশের উদ্যোগে এলাকার বিভিন্ন সড়ক পথে কাদা সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল । পুলিশের তরফ থেকে সড়ক পথে পড়ে থাকা কাদার কারনে উদ্ভুত সমস্যার বিষয়টি এলাকার চাষিদের নজরেও আনা হয় । কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ উঠছে ।।