এইদিন ওয়েবডেস্ক,কুন্তি(ঝাড়খণ্ড),০১ এপ্রিল, : মাওবাদী কবলিত ঝাড়খণ্ডের কুন্তি জেলার ১০ ছাত্রী জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই) মেইন-২০২৩ এ অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে । তাঁদের নাম অ্যালিসা হাসা, সোহনি বাখালা,অ্যাঞ্জেল জিয়ন টপনো,মেরি কান্দুলনা, সরস্বতী কুমারী, সুচিতা সুরিন, পুষ্প কান্দুলনা, সন্তোষী কুমারী, শ্রুতি কুমারী ও নিশা কুমারী । তারা প্রত্যেকেই কুন্তি জেলার কালামাটির কস্তুরবা গান্ধী গার্লস রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রী । জানা গেছে,২০২১-২৩ শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্বে স্কুলের ১৮ জন ছাত্রী ইঞ্জিনিয়ারিং এবং ৩৯ জন ছাত্রী মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । তার মধ্যে ১০ জন জন ইঞ্জিনিয়ারিং ছাত্রী জেইই মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন । জেলা প্রশাসক আইএএস শশীরঞ্জনের প্রচেষ্টায় মূলত ওই ছাত্রীরা এই সাফল্য অর্জন করেছে বলে জানা গেছে ।
এখন কুন্তি জেলা প্রশাসনের তরফে ওই সমস্ত মেয়েদের জেইই অ্যাডভান্সড পরীক্ষার প্রস্তুতি কালামাটির কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে পরিচালিত হবে । এছাড়া কাউন্সেলিংয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্রীকে ভর্তির চেষ্টা করা হবে । তবে জেইই অ্যাডভান্সড পরীক্ষায় সফল না হলেও, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ওই সমস্ত ছাত্রীদের ভর্তি করা সম্ভব ।
স্কুলের দরিদ্র, অনাথ এবং একক অভিভাবক ছাত্রীদের জন্য উচ্চাভিলাষী জেলা কর্মসূচির (Ambitious District Programme) চালু করেছিল কুন্তির জেলা প্রশাসন । এর অধীনে কুন্তির কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের বিশেষ সহায়তা দেওয়া হয় । পদার্থবিদ্যা, রসায়ন, জীবন বিজ্ঞান এবং গণিত বিষয়ে ছাত্রীদের অনলাইন ও অফলাইন কোচিং সুবিধা দেওয়া হয় ।
জানা যায়,জেলাশাসক শশীরঞ্জন নিজে সময়ে সময়ে ছাত্রদের সাথে দেখা করেন এবং তাদের অনুপ্রাণিত করেন । জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য বিনামূল্যে কোচিং সুবিধা দেওয়া হয়েছে । ছাত্রীরা রাজস্থানের কোটার মর্যাদাপূর্ণ কোচিং ইনস্টিটিউট ক্যারিয়ার পয়েন্ট এবং রাঁচি শাখার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পেয়েছে । এজন্য সব খরচ জেলা প্রশাসন বহন করেছে ।।