এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০১ মে : আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল নেওয়ার পর দেশের মহিলাদের উপর একের এক বিধিনিষেধ জারি করেছে সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । আফগান মেয়েদের ইসলামি শরিয়া আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে । এদিকে বন্দুকের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্তে শিশুকন্যা,কিশোরী, তরুনী, এমনকি গৃহবধূদের নির্বিচারে ধর্ষণ করে যাচ্ছে তালিবানের জঙ্গিরা । প্রায় দুই বছরের শাসনে আফগান তরুণী ও মেয়েদের ওপর তালিবানদের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং যৌন নিপীড়নের অসংখ্য নজির সামনে এসেছে । সর্বশেষ সংযোজন হল, আফগানিস্তানের ঘোর প্রদেশের একজন তালিবান জঙ্গি ২৫ বছর বয়সী এক তরুনীকে ধর্ষণ করতে গিয়ে বাধার মুখে পড়ে তাকে গুলি করে খুন করেছে বলে জানা গেছে ।
জানা যায়, নিহত তরুণীর নাম জারমিনা । তাকে ঘোর প্রদেশের রাজধানী ফিরুজকোহ শহরের সাদ সিয়া এলাকায় তার বাবার বাড়িতে গুলি করে হত্যা করা হয় । স্থানীয় সূত্রের বয়ান অনুযায়ী, আব্দুল কুদৌস নামে এক তালিবান সন্ত্রাসবাদী জারমিনাকে ধর্ষণ করতে গিয়ে ব্যর্থ হওয়ায় তার বুকে গুলি করে হত্যা করে ।
ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফিরোজকোহ শহরে নিজের ভাইয়ের শ্বশুর বাড়িতে অতিথি হিসাবে গিয়েছিল আব্দুল কুদৌস । আব্দুল কুদৌস ভাইয়ের সাথে জারমিনার বোনের বাগদান হয়েছে । এই দুই পরিবারের মধ্যে কয়েক বছর ধরে আত্মীয়তার সম্পর্ক রয়েছে । সেই সূত্রে জারমিনাকে বোন হিসাবে দত্তক নিয়েছিল আব্দুল কুদৌস ।
জানা যায়, বৃহস্পতিবার রাতের খাওয়ার খাবার পর সোজা পাতানো বোন জারমিনার ঘরে চলে যায় কুদৌস । জারমিনাকে সে ধর্ষণের চেষ্টা করে । তখন তরুনী চিৎকার করে উঠলে নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে তরুনীর বুকে গুলি চালিয়ে দেয় । এরপর জারমিনার তার বাবা, ভাইয়েরসহ পরিবারের অনান্য সদস্যরা মিলে তালিবান জঙ্গি আব্দুল কুদৌসকে বেধড়ক মারধর করে তালেবানদের হাতে তুলে দেয় । স্থানীয় বাসিন্দাদের কথায়,আবদুল কুদৌস একজন তালিবান জঙ্গি । তাই সে ভেবেছিল সে যা খুশি করতে পারে এবং ভয়ে কেউ প্রতিবাদ করবে না । তারা ওই সন্ত্রাসবাদীর মৃত্যুদণ্ডের দাবি করেছেন । তবে তার আদপেই কোনো সাজা হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহত তরুনীর পরিবার পরিজন ।
প্রসঙ্গত,তালিবানরা শাসন ক্ষমতা কেড়ে নেওয়ার পর বিগত ২ বছরে আফগানিস্তানে তালিবানের জঙ্গি ও তাদের সহযোগীদের দ্বারা বহু ধর্ষণের ঘটনা ঘটেছে । এর আগে বাদাখশানের তালিবানের গভর্নর খোসবারা শুকরিয়া নামে একজন বিবাহিত নার্সকে ধর্ষণ করেছিল । শুকরিয়া অবশেষে আত্মহত্যা করে নিজের জীবনের ইতি টানেন । এর আগে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর শহরে ১৮ বছর বয়সী এক কিশোরী যৌন হয়রানির শিকার হয়। তার পরিবার দাবি করেছে যে ফজল আল-রহমান নামে তালিবানের একজন সদস্য মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে প্রত্যাখ্যান করায় তাকে যৌন নির্যাতন করেছিল ফজল । আরও কয়েক ডজন মামলা একইভাবে রিপোর্ট করা হয়েছে, তবে তালিবান কর্মকর্তারা সর্বদা তাদের গোষ্ঠীর সদস্যদের দ্বারা যৌন নিপীড়নের খবর মানুষকে ভয় দেখিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছে ।।