এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ এপ্রিল : বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে তিহার জেলে ঠাঁই হল মেয়ে সুকন্যা মণ্ডলের । রবিবার দুপুর ২ টো নাগাদ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যাকে পেশ করার কথা ছিল । কিন্তু নির্ধারিত সময়ের আগেই এদিন সকালে আদালতে তাকে পেশ করা হয় । আদালত তাকে গরু পাচার মামলায় ১২ দিনের জন্য জেল হেপাজতের নির্দেশ দেয় । আদালতের নির্দেশের পরে সুকন্যা মণ্ডলকে তিহার জেলে নিয়ে যাওয়া হয় । ওই জেলেই সাজা কাটাচ্ছেন গরুপাচার মামলায় মূল অভিযুক্ত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ।
এর আগে গত বুধবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি । গরু পাচার মামলায় বাবা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের ৮ মাসের মাথায় গ্রেফতার করা হয় মেয়েকে । পরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তুলে ইডি সুকন্যাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক তিন দিনের জন্য ইডির হেফাজত মঞ্জুর করেন ৷ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এদিন তাকে আদালতে পেশ করা হয় । এদিন সুকন্যার আইনজীবী আদালতের কাছে অনুরোধ করেন তার মক্কেলকে যেন জেল হেপাজতে যাওয়ার আগে বাবা অনুব্রত এবং ক্যানসার আক্রান্ত বান্ধবী সুতপার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় । পাশাপাশি কারাবাসের সময় ধর্মীয় পুস্তক এবং ওষুধ রাখার অনুমতি দেওয়ার জন্যও আবেদন জানান সুকন্যার আইনজীবী । যদিও বিচারক জেল কর্তৃপক্ষের উপর অনুমতি দেওয়া বা না দেওয়ার বিষয়টি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে ।।