এইদিন ওয়েবডেস্ক,লুধিয়ানা,৩০ এপ্রিল : রবিবার পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার গিয়াসপুরের আবাসিক এলাকায় একটি কারখানায় গ্যাস লিক হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে ৫ জন মহিলা ও ৬ জন পুরুষ । এছাড়া বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে । তাদের লুধিয়ানা সিভিল হাসপাতাল এবং সতগুরু প্রতাপ সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা খালি করে দেয় এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয় ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,গিয়াসপুরের সুভা রোডে রয়েছে ওই কারখানাটি । এদিন সকাল সাড়ে ৭ টার দিকে কারখানা থেকে গ্যাস লিক হয় । তারপরেই কারখানার কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা একে একে অসুস্থ হতে থাকে । পরে রাস্তায় কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া যায় । এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে ।অসুস্থদের মধ্যে আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা সবাই শ্বাসকষ্টে ভুগছেন । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । বর্তমানে গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে ।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন,’লুধিয়ানার গিয়াসপুর এলাকায় একটি কারখানায় গ্যাস লিকেজের ঘটনাটি বেদনাদায়ক । পুলিশ, সরকার এবং এনডিআরএফ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে ৷’ তিনি ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ।।