এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ এপ্রিল : রবিবার শততম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী বলেন,’আপনাদের চিঠিগুলি দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। মন কি বাত হল লক্ষ লক্ষ ভারতীয়দের আন্তরিক অনুভূতির প্রকাশ । এটি ভারতীয়দের ইতিবাচক অনুভূতির প্রতিফলন। মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা সম্ভব করেছে। ২০১৪ সালে দিল্লিতে আসার পর, আমার কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন আসে । এইরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের সাথে মেলামেশা করতে এবং মন কি বাতের মাধ্যমে তাদের অনুভূতি ভাগ করে নিতে সক্ষম হয়েছিল ।’
নরেন্দ্র মোদী বলেন,’মন কি বাত আমার জন্য একটি ব্রত, একটি পূজা। এর ফলে ঈশ্বর রূপী মানুষের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছিল । আজ আমরা শততম সম্প্রচারে পৌঁছেছি । এই মন কি বাত-এ আমি কথা বলতে বলতে আবেগ বিহ্বল হয়ে গেছি।’ প্রধানমন্ত্রীর এদিনের মন কি বাতে উঠে এসেছে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি,আত্মনির্ভর ভারত যোজনা, শিক্ষা, চিকিৎসা সুবিধা, জল সংরক্ষণসহ বিভিন্ন সরকারি প্রকল্পের কথা । এছাড়া পর্যটন, হরিয়ানায় লিঙ্গ অনুপাতের উন্নতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।
তিনি বলেন,ইউনেস্কোর ডিজি মন কি বাতের প্রশংসা করেছেন । ভারতীয় শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আওয়াজ তুলেছেন। মন কি বাত হৃদয়গ্রাহী । স্বাধীনতার অমৃত মহোৎসবের শুভ উপলক্ষ্যে, জি-২০-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ অনুষ্ঠানে দেশের জনগণকে দেশের উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার এবং একটি নতুন ভারত গড়ার আহ্বান জানান তিনি ।
প্রধানমন্ত্রীর এদিনের মন কি বাত জাতিসংঘ সদর দপ্তরেও সরাসরি সম্প্রচার করা হয় । এছাড়া বিদেশে সহ ৪ লক্ষ জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে খবর । এটি রাজভবন থেকে বিজেপির প্রতিটি মুখ্যমন্ত্রীর বাসভবনসহ ৫০০ টিরও বেশি কেন্দ্রে সম্প্রচার করা হয়েছে । প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ২২ টি ভাষা এবং ২৯ টি উপভাষায় সম্প্রচারিত হয় । এটি ফরাসি, ইন্দোনেশিয়ান, তিব্বতি, বার্মিজ, বেলোচি, আরবি, পশতু, ফার্সি, দারি এবং সোয়াহিলিসহ ১১ টি বিদেশী ভাষায় সম্প্রচার করা হয় ।।