এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,৩০ এপ্রিল : হাতে গোনা আর কয়েকটা দিন পরেই কর্ণাটকের বিধানসভার নির্বাচন । আগামী ১০ মে থেকে হবে ২২৪ আসনের ভোটগ্রহণ । কোন দল ক্ষমতায় আসতে চলেছে তা নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ ৷ জনগণ কোন দলকে সবচেয়ে বেশি পছন্দ করছে সেই প্রশ্নে একটি ‘জনমত সমীক্ষা’ হয়েছে কর্ণাটকে । তার ফলাফল বর্তমান শাসকদল বিজেপির কাছে খুব একটা আশাব্যাঞ্জক নয় । জনমত সমীক্ষা অনুযায়ী এবারে কর্ণাটকে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস । সমীক্ষা অনুযায়ী কর্ণাটকের ২২৪ আসনের মধ্যে বিজেপি ৭৪ থেকে ৮৬ আসন, কংগ্রেস ১০৭ থেকে ১১৯, কুমারস্বামীর জেডিএস ২৩ থেকে ৩৫ এবং অন্যান্য ০ থেকে ৫ টি আসন পেতে পারে । এই সমীক্ষা বাসভরাজ বোমাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটা জোর ধাক্কা বলে মনে করা হচ্ছে ।
সমীক্ষায় দেখা গেছে,মধ্য কর্ণাটকের ৩৫ টি আসনের মধ্যে, বিজেপি ১২-১৬ আসন, কংগ্রেস ১৯-২৩, জেডিএস ০-১ এবং অন্যান্য ০-১ আসন পাবে বলে আশা করা হচ্ছে।উপকূলীয় কর্ণাটকে বিজেপি ১৫-১৯ টি আসন এবং কংগ্রেস ৩-৫ টি আসন পেতে পারে । তবে এখানে জেডিএস এবং অন্যরা খাতাই খুলতে পারবে না বলে সমীক্ষায় দেখা গেছে । মুম্বাই কর্ণাটকের ৫০ টি আসনের মধ্যে বিজেপি ২০-২৪ আসন, কংগ্রেস ২৬-৩০ আসন এবং জেডিএস ০-১ আসন পাবে বলে আশা করা হচ্ছে । বৃহত্তর ব্যাঙ্গালোরের ৩২ টি আসনের মধ্যে, বিজেপি ১১-১৫ টি আসন,কংগ্রেস ১৫-১৯ টি আসন পেতে পারে । জেডিএস ২-৪ আসন পেতে পারে এবং অন্যরা ০-১ আসন পেতে পারে ।হায়দ্রাবাদ কর্ণাটকের ৩১ টি আসনের মধ্যে বিজেপি ৮-১২ টি এবং কংগ্রেস ১৯-২৩ টি আসন জিততে পারে । এখানে জেডিএস এবং অন্যরা ০-১ টি আসন পেতে পারে বলে জনমত সমীক্ষায় পূর্বাভাস পাওয়া গেছে ।।