এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ মার্চ : কাটোয়া মহকুমা এলাকার দলীয় তিন প্রার্থীকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পুর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । মঙ্গলবার কাটোয়া শহরের স্টেশন বাজারে বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিন এই বৈঠকে উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার প্রার্থী শ্যামা মজুমদার, মঙ্গলকোটের প্রার্থী রানা প্রতাপ গোস্বামী, কেতুগ্রামের প্রার্থী মথুরা ঘোষ । এদিন সাংবাদিক বৈঠকে কৃষ্ণ ঘোষ দাবি করেন প্রথম দফার নির্বাচনের ভোটের যা প্রবনতা তাতে ২০০ টি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ ঘোষ বলেন, ‘২৭ মার্চ প্রথম দফার ভোটে এরাজ্যে ৩০ টি ও আসামে ৪৭ টি আসনে ভোট হয়েছে । প্রথম দফার ভোটে এরাজ্যে কোথাও বোমা বা গুলি চলেনি । ঘটেনি কোনও খুনের ঘটনা । তাই মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন । বিশেষ করে মহিলারা ব্যাপক হারে ভোট দিয়েছেন । পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৮৪ শতাংশ । অন্যদিকে আসামে ৭৯ শতাংশ ভোট পড়েছে ।’ এরপর তিনি দাবি করেন, ‘ভোট দানের যা প্রবনতা তাতে এরাজ্যে প্রথম দফার ভোটে ৩০ টি আসনের মধ্যে ২৬ টিতে জয় পেতে চলেছে বিজেপি । পশ্চিমবঙ্গে বিজেপি নিশ্চিতভাবে ২০০ টি আসন নিয়ে সরকার গড়তে চলেছে । অন্যদিকে আসামে প্রথম দফার ভোটে ৪৭ টি আসনের মধ্যে বিজেপি ৩৭ টি আসনে জিতবে ।’ এবারেও আসামে বিজেপি সরকার গড়বে বলে দাবি করেন কৃষ্ণবাবু ।।