এইদিন ওয়েবডেস্ক,কিশানগঞ্জ(বিহার),২৬ এপ্রিল : এক গৃহবধূ গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন । বাড়ির সামনে খেলাধুলা করছিল তার আড়াই বছরের শিশুকন্যা । সেই সময় ওই শিশুকে তুলে বাড়ির পাশে একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । মঙ্গলবার দুপুরে ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বিহারের কিশানগঞ্জ জেলার বাহাদুরগঞ্জ থানার ভাটাবাড়ি গ্রামে । শিশুটির কান্নার আওয়াজ শুনে ভুট্টা খেত থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন । শিশুটির গোপনাঙ্গ থেকে প্রবল রক্তক্ষরণ হতে থাকায় প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তার চিকিৎসা করানো হয় । আজ বুধবার তাকে কিশনগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে এই ঘটনায় অভিযুক্ত যুবক মহম্মদ শমসেরের (২১) বিরুদ্ধে বাহাদুরগঞ্জ থানায় এফআইআর রজু করেছে শিশুটির পরিবার । তবে তার আগেই চম্পট দিয়ে ওই নরপশু ।
নির্যাতিতা শিশুর পরিবারের অভিযোগ,এই জঘন্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মহম্মদ শমসেরের পরিবারের লোকজন রীতিমতো চাপ সৃষ্টি করছে । এমনকি তারা প্রাণে মেরে ফেলারও হুমকি দেখাচ্ছে বলে অভিযোগ । পুলিশ জানিয়েছে,অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, পকসোসহ আইপিসির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ।।