এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৬ এপ্রিল : সন্ত্রাসবাদে অর্থায়ন মামলায় জেলবন্দি খুররম পারভেজের এনজিও অফিসে অভিযান চালালো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ।বুধবার জম্মু-কাশ্মীরের বুদগামের ডান্ডুসা এলাকায় ওই এনজিও অফিসে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখে তদন্তকারী দল । পাশাপাশি কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয় । অফিসটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে জানা গেছে ।
সন্ত্রাস-তহবিল মামলায় ইতিমধ্যেই কারাগারে রয়েছে জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অফ সিভিল সোসাইটিজ (জেকেসিসিএস)-এর প্রোগ্রাম সমন্বয়কারী এবং ফিলিপাইন-ভিত্তিক এনজিও এশিয়ান ফেডারেশন অ্যাগেস্টের চেয়ারপার্সন খুররম পারভেজ । গত বছরের মে মাসে তার বিরুদ্ধে এফআইআর রজু করা হয় । চলতি বছরের ২৩ শে মার্চ খুররম পারভেজকে গ্রেপ্তার করেছিল জাতীয় তদন্ত সংস্থা ।।