এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৬ এপ্রিল : পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারপারকার জেলার এক মুসলিম যুবকের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হল অপহৃতা হিন্দু তরুনী । গুড়ি কোলহি নামে ওই তরুনীকে অপহরণ করেছিল রুস্তম জুনেজো নামে এক মুসলিম যুবক । রাস্তা থেকে ওই তরুনীকে তুলে নিজের বাড়িতে নিয়ে যায় রুস্তম । তারপর তার পরিবারের পুরুষ সদস্যরা মিলে তরুনীকে দিনের পর দিন ধরে গনধর্ষণ করতে শুরু করে । হিন্দু তরুনীকে জোর করে ধর্মান্তরিত করা হয় । কলমা পাঠ করতে ও নামাজ পড়তে বাধ্য করা হয় । শেষে কোনো ভাবে ওই যুবক ও তার পরিবারের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হয় মেয়েটি । পরে পরিবারের সঙ্গে থারপারকার জেলার চেলহারে থানায় গিয়ে সে একটি মামলা রজু করে ।
হিন্দু পোস্টের প্রতিবেদনে জানা গেছে,পাকিস্তান দারাওয়ার ইত্তেহাদ (পিডিআই), ফকির শিবা কাচ্চি দ্বারা প্রতিষ্ঠিত একটি মানবাধিকার সংস্থা গুড়ি কোলহিকে আইনি প্রক্রিয়ায় সহায়তা করেছিল । নির্যাতিতা একজন ম্যাজিস্ট্রেটের কাছে তার গোপন জবানবন্দি দেয় । শেষ পর্যন্ত আদালত তাকে তার পিতামাতার কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে । তবে অপহরণকারী ও ধর্ষক যুবকসহ তার পরিবারের অনান্য ধর্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ । এমনকি কোনো মামলা পর্যন্ত নথিভুক্ত করা হয়নি ।
রিপোর্টে জানা গেছে,এসএসপি থারপারকার থানার পুলিশকে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার এবং তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন । পাশাপাশি গুড়ি কোলহি ও তার পরিবারকে সুরক্ষা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে । তবে ঘটনার পর থেকেই তরুনী ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ।
প্রসঙ্গত,মুসলিম রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশে হিন্দু মেয়েদের অপহরণের পর ধর্ষণ ও জোর করে ধর্মান্তরিত করার ঘটনা আকছার ঘটে থাকে । আর নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার পরিবর্তে অপহরণকারী-ধর্ষক মুসলিমদের প্রছন্ন মদত দেয় রাষ্ট্রযন্ত্র । তুলনামূলক ভাবে পাকিস্থানে সংখ্যালঘুদের অবস্থা খুবই ভয়াবহ । সাম্প্রতিক সময়ে মীনা কোলহি নামে একটি হিন্দু মেয়েকে অপহরণ করে দীর্ঘ ১৪ মাস ধরে তার উপর পাশবিক অত্যাচার চালিয়েছিল মুসলিম যুবক মুশতাক ও তার পরিবারের পুরুষ সদস্যরা । মীনার সঙ্গেই তার নাবালিকা বোন রেখাকেও (১২) অপহরণ করা হয়েছিল। এখনো তাকে বাড়িতে আটকে রেখে পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে ওই মুসলিম পরিবার । এদিকে অভিযোগ দায়ের সত্ত্বেও ওই হিন্দু কিশোরীকে উদ্ধারের কোনো উৎসাহই দেখাচ্ছে না পাকিস্তানের মৌলবাদী পুলিশ ।।
ছবি ও তথ্য : সৌজন্যে হিন্দু পোস্ট ।