প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ মার্চ : প্রার্থী পদ থেকে সরানো হলে বর্ধমানের জেলা বিজেপি পার্টি অফিসের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন বলে হুঁশিয়ারী দিয়েছিলেন তপন বাগদী । কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হল না ।শেষ পর্যন্ত বিজেপি রাজ্য নেতৃত্বই বদলে দিলেন পূর্ব বর্ধমানের গলসি বিধানসভার বিজেপি প্রার্থী ।
পূর্ব ঘোষিত তপন বাগদী কে প্রার্থী পদ থেকে সরিয়ে দিয়ে বিজেপি নেতৃত্ব সোমবার গলসি বিধানসভার প্রার্থী হিসাবে বিকাশ বিশ্বাসের নাম ঘোষনা করে দিলেন ।সেই কারণে এদিন মনোনয়ন দাখিল করতে বর্ধমানে হাজির হয়েও মনোনয়ন দাখিল করতে না পেরে হতাশ হয়েই তপন বাগদীকে ফিরে যেতে হয় ।দলের এমন সিদ্ধান্তে তপন বাগদী ও তাঁর অনুগামীরা কার্যত মুষড়ে পড়েছেন । এদিকে বিজেপি নেতৃত্ব গলসি বিধানসভার প্রার্থী হিসাবে এদিন বিকাশ বিশ্বাসের নাম ঘোষনা করায় উচ্ছ্বসিত গলসির বিজেপির শিবির ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে ,পানাগড়ের আদি বাসিন্দা বিকাশবাবু পেশায় শিক্ষক।তিনি কাঁকশার একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন । কর্মসূত্রে বর্তমানে তিনি দুর্গাপুরে থাকেন । দীর্ঘদিনের বিজেপি কর্মী বিকাশবাবু বিজেপি শিক্ষক সেলের সঙ্গে যুক্ত রয়েছেন। বিকাশবাবুর সঙ্গে এদিন টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , ”এদিনই তিনি জানতে পারেন দলের রাজ্য নেতৃত্ব গলসি বিধানসভার প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষনা করেছে । দল তাঁকে প্রার্থী করায় তিনি খুশি ।তবে দল কেন গলসির প্রার্থীপদ থেকে তপন বাগদির নাম প্রত্যাহার করে নিল সেই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে বিকাশবাবু জানিয়েছেন । একই সঙ্গে তিনি বলেন,আগামী ১ মার্চ তিনি বর্ধমান সদরে পৌছে মনোনয়ন জমা দেবেন । বিকাশ বাবু নিজেই এদিন জানালেন, তপন বাগদীকে সঙ্গে নিয়েই কাঁধে কাঁধ মিলিয়ে তিনি গলসি বিধানসভায় ভোটের লড়াইয়ে নামবেন ।এই প্রসঙ্গে বিকাশবাবুর বক্তব্য , নির্বাচনী লড়াইয়ে ব্যক্তি বড় কথা নয়,দলই বড়” ।
প্রসঙ্গত,গত শনিবার বর্ধমানে এসে তপন বাগদী সংবাদ মাধ্যমকে বলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব গলসি বিধানসভার প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষনা করেছেন। কিন্তু প্রার্থী হিসাবে তাঁকে মেনেনিতে পারছেন না জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা ও বর্ধমান- দুর্গাপুর লোকসভার সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া । জেলা বিজেপি সভাপতি ও সাংসদ প্রার্থীপদ থেকে সরে যাওয়ার জন্য
তাঁকে চাপ সৃষ্টি করে চলেছেন বলেও ওইদিন তপন বাগদি অভিযোগ করেন । ওই দিনই তপন বাগদী হুঁশিয়ারী দিয়েছিলেন ,প্রার্থী পদ থেকে তাকে সরাণো হলে তিনি বর্ধমানে জেলা বিজেপি পার্টি অফিসের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন“। এত কিছুর পরেও দলের রাজ্য নেতৃত্ব প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন তপন বাগদি ও তাঁর অনুগামীরা । দলের এমন সিদ্ধান্ত বিষয়ে তপন বাগদী যদিও এদিন সংবাদ মাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দিতে চান নি ।।