এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৫ এপ্রিল : সন্ত্রাসবাদী সংগঠন তালিবান শাসন ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার পর থেকেই আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাতে শুরু করে । ইরান ও তুরস্ক হয়ে বহু আফগানি ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেয় । সংখ্যায় কম হলেও কিছু আফগানিরা এখনো ভারতের আশ্রয়ে রয়ে গেছে । তবে সিংহভাগ মানুষই মুসলিম রাষ্ট্র ইরান ও তুরস্ককে নিরাপদ মনে করে দেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল । কিন্তু ভারতসহ ইউরোপের দেশগুলি মানবিকতার খাতিরে আফগানিদের আশ্রয় দিলেও ওই দুই মুসলিম রাষ্ট্র আফগানি শরণার্থীদের দফায় দফায় বহিষ্কার করছে ।
আফগানিস্তানের নিমরোজ প্রদেশের স্থানীয় সূত্র জানিয়েছে যে গত মাসে প্রায় ৫৪,০০০ আফগান শরণার্থীকে ইরান থেকে বহিষ্কার করা হয়েছে । আজ মঙ্গলবার সূত্রটি সংবাদ মাধ্যমের কাছে বলেছে, গত মার্চ মাসে ৫৩ হাজার ৯৯৯ জন আফগান শরণার্থী দেশে ফিরেছেন । সূত্র জানায়, এসব শরণার্থীর বেশির ভাগই ইরান থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছে । আর তারা নিমরোজ প্রদেশের সিল্ক ব্রিজ দিয়ে আফগানিস্তানে এসেছে।
রিপোর্ট অনুযায়ী,সাম্প্রতিক সময়ে ইরান থেকে আফগান শরণার্থীদের তাড়িয়ে দেওয়ার প্রবণতা বহুগুণ বেড়ে গেছে । মার্চের আগে ৬১,৩৪৩ জন আফগান শরণার্থীকে ইরান থেকে বিতাড়িত করা হয়েছিল । তারাও একই ভাবে নিমরোজ প্রদেশের সিল্ক ব্রিজ দিয়ে স্বদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।।