এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ এপ্রিল : ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এর পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিককে বরখাস্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । এনআইএ-র দিল্লি সদর দফতরে নিযুক্ত ওই আধিকারিকের নাম বিশাল গর্গ । এনিয়ে দ্বিতীয়বার দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হল গর্গকে । এর আগে ২০১৯ সালে তাকে বরখাস্ত করা হয়েছিল । উল্লেখ্য,আইপিএস এবং এনআইএর অফিসারদের ক্যাডার নিয়ন্ত্রণ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ।
মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদকে সন্ত্রাসবাদের অর্থায়নের মামলায় নাম না দেওয়ার জন্য দিল্লি-ভিত্তিক ব্যবসায়ীর কাছ থেকে ২ কোটি টাকা দাবি করার অভিযোগে ২০১৯ সালে বরখাস্ত করা হয়েছিল বিশাল গর্গসহ ৩ জনকে । বাকি দু’জনের নাম নিশান্ত এবং মিথিলেশ । ওই দু’জন এনআইএ-এর গোয়েন্দা ও অপারেশন শাখায় যুক্ত ছিলেন । এরপর ২০২০ সালে এমএইচএ গার্গকে পুনর্বহাল করে এবং তার দুই জুনিয়রকে ক্লিন চিট দেয় । গর্গকে তখন লখনউ থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত করা হয় এবং প্রশিক্ষণের ইনচার্জ করা হয় । কিন্তু ফের দূর্নীতিতে নাম জড়িয়ে যাওয়ায় দ্বিতীয়বারের জন্য বরখাস্ত করা হল ওই আধিকারিককে ।
বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আসা বিশাল গর্গ ২৬/১১ হামলার পরে স্থাপিত এনআইএ-তে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়া প্রথম আধিকারিকদের মধ্যে ছিলেন । ২০০৭ সালের ফেব্রুয়ারীতে সমঝোতা এক্সপ্রেস এবং আজমিরে বিস্ফোরণ মামলার প্রধান তদন্তকারী আধিকারিক ছিলেন গর্গ । ওই মামলায় স্বামী এসেমানন্দ এবং অন্যান্যদের খালাস দেওয়া হয়েছিল । সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণে ৬৮ জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই পাকিস্তানি ছিল।।