এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৫ এপ্রিল : ফের বাংলাদেশের পৃথক দুই জায়গায় মন্দিরে হামলা ও দেবদেবী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে । প্রথম ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রংপুর-কাউনিয়া উপজেলার গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গামন্দিরে । গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গামন্দির কমিটির সম্পাদক বিপ্লব গোস্বামী বলেন,শুক্রবার রাতে পূজার্চনার পর প্রতিদিনের মত যথারীতি মন্দিরের গেটে তালা লাগিয়ে বাড়ি চলে যান পুরোহিত । শনিবার সকালে স্থানীয় গৃহবধূ সূর্যীরানী ও বাসন্তীরানী মন্দিরে পূজা দিতে এসে দেখেন মন্দিরের দেবীকালীর মূর্তি ভাঙা অবস্থায় রয়েছে । পাশের ঘরের হনুমানের মূর্তিও ভাঙচুর করা হয়েছে। আমরা বিষয়টি জানার পর পুলিশকে খবর দিই ।
জানা গেছে,খবর পেয়ে শনিবার দুপুর নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের শীর্ষ আধিকারিকরা । পরে হামলায় যুক্ত জাকির হোসেন (২১) নামে এক জিহাদিকে রবিবার তিস্তা সড়ক সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে স্থানীয় কাউনিয়া থানার পুলিশ । পরে তাকে আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয় । রংপুর জেলা প্রশাসক ড: চিত্রলেখা নাজনীন বলেন,’গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরে নতুন করে প্রতিমা স্থাপনের জন্য সরকারি ভাবে সহায়তা করা হবে ।’
অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরকালকিনি গ্রামে একটি পারিবারিক মন্দিরে চড়াও হয়ে কালী প্রতিমা ভাঙচুর করেছে জিহাদিদের দল । স্থানীয় বাসিন্দা খগেন্দ্রনাথ মন্ডলের পারিবারিক কালী মন্দিরে এই হামলার ঘটনা ঘটে । শনিবার ভোরে দেবীর পূজার্চনা করতে গিয়ে দেবী প্রতিমা ভাঙচুরের বিষয়টি নজরে পড়ে পরিবারের লোকজনের । পরে এনিয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয় । কিন্তু মঙ্গলবার পর্যন্ত কোনো কোনো গ্রেফতারির খবর নেই । এই বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে ।।