এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৪ এপ্রিল : শ্রীনগরে হিজবুল মুজাহিদীনের প্রধান সৈয়দ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহউদ্দিনের ছেলে সৈয়দ আহমেদ শাকিলের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই বিষয়ে এনআইএ একটি নোটিশ জারি করে জানিয়েছে, সৈয়দ আহমেদ শাকিলের শ্রীনগর এলাকার ১৯১৭/১৫৬৬, ১৫৬৭ এবং ২৫৬৮ এই দাগের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ।
প্রসঙ্গত,ইউএপি আইন এবং ১৯৬৭-এর অধীনে একজন ‘তালিকাভুক্ত জঙ্গি’ সৈয়দ সালাহউদ্দিন । নতুন দিল্লির বিশেষ এনআইএ আদালতের আদেশে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ১৯৬৭-এর উপ-ধারা ৩৩(১) এর অধীনেও সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা রয়েছে । তার ছেলে সৈয়দ আহমেদ শাকিলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বলে জারি করা নোটিশে জানিয়েছে এনআইএ ।।