এইদিন ওয়েবডেস্ক,পিটারমারিটজবার্গ,২৪ এপ্রিল : দক্ষিণ আফ্রিকার শহর পিটারমারিটজবার্গে একটি বাড়িতে চড়াও হয়ে নির্বিচারে গুলি চালিয়ে একই পরিবারের ১০ সদস্যকে খুন করল অজ্ঞাত বন্দুকধারীরা । পুলিশ গুলি চালানোর কারণ জানায়নি। পুলিশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন মহিলা ও তিনজন পুরুষ । শুক্রবার ভোরে গুলি চালানোর ঘটনা ঘটে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করার কথা ছিল পুলিশ মন্ত্রী ভেকি সেলের ।
দক্ষিণ আফ্রিকায় বিশ্বের সবচেয়ে বেশি নরহত্যার হার রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলিতে ব্যাপক গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ প্রায় ৬ কোটি জনসংখ্যার এই দেশে প্রতি বছর প্রায় ২০,০০০ খুনের ঘটনা ঘটে । গনহত্যার নিরিখে দক্ষিণ আফ্রিকা বিশ্বের সর্বোচ্চ অবস্থানে রয়েছে । গত বছর পয়লা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাউথ আফ্রিকান পুলিশ সার্ভিস (SAPS)-এর কাছে ৭,০০০ জনেরও বেশি লোককে হত্যার রেকর্ড রয়েছে । ওই বছর যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে প্রায় ১,০০০ জন মহিলা ছিলেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ১৩,০০০ জনেরও বেশি মহিলা । এছাড়াও ১,২৭৭ জন মহিলাকে খুনের চেষ্টা করা হয়েছিল ।
গত বছরের ব্যাপক বন্দুক হামলার পর চলতি বছরের জানুয়ারিতে পূর্ব কেপের গকেবেরহা শহরে একটি জন্মদিনের পার্টিতে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৮ জনকে খুন করে বন্দুকধারীরা । আহত হয় আরও ৩ জন ।।