এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৪ এপ্রিল : রহস্যজনকভাবে আত্মঘাতী হলে প্রখ্যাত কন্নড় টিভি অভিনেতা সম্পাথ জে রাম (Sampath J Ram)। কর্ণাটকের নেলমঙ্গলায় (Nelamangala) নিজের বাড়ির একটি ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিনেতা । তাঁর এই চূড়ান্ত পদক্ষেপে হতবাক পরিবারের সদস্য এবং ভক্তরা ।
জানা যাচ্ছে,ক্যারিয়ারে উত্থান-পতন এবং ক্রমাগত কাজ না পাওয়ার কারণে চিন্তিত ছিলেন সম্পাথ জে রাম । কাজ না থাকায় আর্থিক সঙ্কটের মধ্যেও পড়তে হচ্ছিল তাঁকে । এই কারনে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি । তার জেরেই সম্পাত জে রাম আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে । যদিও এই বিষয়ে অভিনেতার পরিবারের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি । কন্নড় টিভি সিরিয়াল ‘অগ্নিসাক্ষী’-তে সম্পত জে রামের অত্যাশ্চর্য অভিনয় সকলের প্রশংসা কুড়িয়েছিল । তারপরেই টিভি ইন্ডাস্ট্রিতে পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি । প্রতিভাবান এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কর্ণাটকের চলচ্চিত্র জগত ।
কর্ণাটকের চলচ্চিত্র নির্মাতা রাজেশ ধ্রুব, যিনি তার চলচ্চিত্রে সম্পাথকে অভিনয়ের সূযোগ দিয়েছিলেন, অভিনেতার দুঃখজনক মৃত্যুতে শোক জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন,’ওহে ছেলে, তোমার বিচ্ছেদ সহ্য করার মত শক্তি আমাদের নেই। অনেক সিনেমা তৈরি হয়েছে, আরও অনেক লড়াই করতে হত এবং আপনার স্বপ্নকে সত্যি করতে এখনও অনেক সময় ছিল । এখনও স্টেজে অনেক কিছু দেওয়ার ছিল আপনার । ফিরে এস প্লিজ ।’।

