এইদিন ওয়েবডেস্ক,ওয়েলিংটন,২৪ এপ্রিল : সোমবার সকালে নিউজিল্যান্ডের অকল্যান্ডের প্রায় ৬২০ মাইল উত্তর-পূর্বে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.২ মাপা হয়েছে । ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৬.১১ টা নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয় । নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) । ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে । উপকূলের কাছাকাছি সমস্ত বাসিন্দাদের সুনামি পর্যালোচনার জন্য অপেক্ষা না করে “অবিলম্বে সরে যাওয়ার” আহ্বান জানিয়েছে নিউজিল্যান্ড সরকার ।
ইউএসজিএস অনুসারে,এই ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পরে অর্থাৎ ৬:৫৩ নাগাদ কেরমাডেক দ্বীপ আবার ভূমিকম্পের সম্মুখীন হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা মাপা হয়েছে ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ৩৯ কিলোমিটার গভীর । নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জ হল ভূমিকম্প কবলিত এলাকা । গত ১৬ এখানে ৭.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল ।।

