এইদিন ওয়েবডেস্ক, ভাতার(পূর্ব বর্ধমান) ২৩ এপ্রিল: অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে জলসত্র চালু করল ভাতার একাদশ অ্যাথালেটিক্স ক্লাব । ভাতার মাধব পাবলিক হাইস্কুলের সামনে এদিন সকাল থেকে জলসত্র চালু করা হয়। ছিলেন ক্লাব সভাপতি পরেশনাথ হাজরা,সমাজকল্যাণ সম্পাদক অনন্ত সামন্ত, ক্রীড়াসম্পাদক উত্তম রায় সহ ক্লাবের সদস্যরা। এদিন পথচারীদের শীতল পানীয়জল প্রদানের পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়। ভাতার একাদশ অ্যাথালেটিক্স ক্লাব সারাবছরই নানান সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করে। তার মধ্যে অন্যতম দাবদাহের সময় পথচারীদের সুবিধার্থে জলসত্র।
ভাতার বাজার এমনিতেই জমজমাট বাজার। ভাতার বাজার এলাকায় রয়েছে একাধিক স্কুল ও অফিস। বাজারহাট করার পাশাপাশি স্কুল কলেজ, অফিসকর্মী, রেলযাত্রী, বাসযাত্রীদের প্রচুর ভিড় হয়। তাই গ্রীষ্মকালে পথচারীদের পানীয়জলের প্রয়োজনে ভাতার একাদশ অ্যাথালেটিক্স ক্লাব জলসত্র চালু করে আসছে প্রতিবছরই। আর জলসত্রের আনুষ্ঠানিক সূচনা করা হয় অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে। ক্লাব সভাপতি পরেশনাথ হাজরা বলেন,’যতদিন এরকম দাবদাহ থাকবে ততদিন পথচারীদের সুবিধার্থে ক্লাব সদস্যরা মিলে স্বেচ্ছাশ্রম দিয়ে জলসত্র চালিয়ে যাব ।’।