মৃত্যু
তুমি নাকি রুদ্র, তুমি নাকি ভয়ঙ্কর?
আচ্ছা ! তুমি কি অপমান,
পাহাড় সম জমতে থাকা অবহেলার
থেকেও ভয়ঙ্কর?
প্রতিদিন তিল তিল করে নিঃশেষ হওয়ার
থেকেও ভয়ঙ্কর?
প্রতি পলে ভালোবাসা হারিয়ে যেতে দেখা
কিংবা
এক এক করে বিলীন হতে দেখা স্বপ্ন
কিংবা
হিংসা, বিদ্বেষ, সামাজিক অবক্ষয়ের
থেকেও ভয়ঙ্কর?
এসো রুদ্র তাপস
তোমার বাজের মতো তীক্ষ্ণ নখর দিয়ে
এই ঘুনধরা দেহটাকে
ছিনিয়ে নিয়ে যাও অবহেলে।
হে রুদ্র তাপস
এসো ,এসো।
তৃষিত, তাপিত প্রাণে বর্ষিত হোক
শান্তির বারি।।