শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২২ এপ্রিল : ঈদের দিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল বছর পনেরোর এক কিশোর ৷ বন্ধুদের সঙ্গে ট্রেনে চড়ে ভ্রমণ করার সময় চলন্ত ট্রেনের দরজা থেকে বাইরে ঝুঁকে নিজের স্মার্ট ফোনে সেলফি তুলছিল সে । সেই সময় সিগন্যালের ধাতব খুঁটিতে ধাক্কা লেগে মৃত্যু হয় তার । শনিবার সকাল প্রায় সাড়ে ৯ টা নাগাদ দূর্ঘনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ব্যান্ডেল- কাটোয়া রেলপথে পূর্বস্থলী রেলষ্টেশনের কাছে । নিহত কিশোরের নাম আজাদ শেখ । তার বাড়ি পূর্বস্থলী থানার বাবুইডাঙা গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে ইদের নামাজ সেরে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে হয় আজাদ । কিশোরদের ওই দলটি বাবুইডাঙা থেকে টোটোয় চেপে চলে আসে ফলেয়া-মেড়তলা হল্ট ষ্টেশনে । সেখানে তারা ৯ টা ১৫ নাগাদ কাটোয়া ব্যান্ডেল লোকাল ট্রেনে চেপে পরে । বন্ধুরা ট্রেনের সিটে বসে পড়লেও আজাদ কামরার গেটে ঝুঁকে সেলফি তুলতে থাকে ।
নিহত কিশোরের বন্ধু মুজিবর শেখ বলে,’চলন্ত ট্রেনে গেটে ঝুঁকে এভাবে সেলফি তুলতে দেখে আমি আজাদকে বহুবার নিষেধ করেছি । তখন সে অন্য একটা কামরায় গিয়ে ওঠে । কিছুক্ষণ পরে একজন এসে আমায় বলে আজাদ ট্রেন থেকে পড়ে গেছে । তারপর আমরা ট্রেন থেকে নেমে আজাদকে রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখি ।’
নিহত কিশোরের বন্ধুর বক্তব্য শুনুন 👇
জানা গেছে,ট্রেনটি পূর্বস্থলী প্লাটফর্ম ছেড়ে শ’দুয়েক মিটার দূরে যেতেই রেলের সিগন্যালের ধাতক খুঁটিতে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আজাদ । তার মাথায় গুরুতর আঘাত লাগে । আহত কিশোরকে উদ্ধার করে তড়িঘড়ি পূর্বস্থলী ২ ব্লক হাসপাতালে আনা হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় জখম কিশোরকে । কিন্তু কালনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এদিকে আনন্দের দিনে মর্মান্তিক এই দূর্ঘটনার কথা চাওড় হতেই মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে ।।